Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

বাঙলা কলেজে

স্মৃতির পাতায় একদিন

শান্ত পল্লব
শনিবার, ০৯ নভেম্বর, ২০১৯ Print


এইচএসসি পরীক্ষার্থীদের র্যাগ ডে প্রথমে মিউজিকের শব্দে শুরু হলেও শেষটা হয় কান্না দিয়ে এমনই একটা দিন  ছিল রাজধানীর মিরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজ প্রাঙ্গণ। 

শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ক্যাম্পাসের মাঠে এইচএসসি ব্যাচ ২০১৮-১৯ শিক্ষার্থীদের উপস্থিতিতে এই উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌসী খান পপির অনুমতিক্রমে বিকাল ৪ পর্যন্ত এই আয়োজন চলে। 

বৈরী আবহাওয়ার মধ্যেই চলে তাদের এ আয়জন। কলেজ উপাধ্যক্ষ শহিদুল ইসলাম শিক্ষার্থীদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। শিক্ষার্থীরা মার্কার পেন দিয়ে নিজেদের শিক্ষা জীবনের স্মৃতিগুলোকে টি-শার্টে লিপিবদ্ধ করছিলেন। 

বিদায়ী এক শিক্ষার্থী বলেন, এই কলেজ ছেড়ে যেতে ইচ্ছে করে না মায়ার এক বাঁধনে আটকা পড়ে গেছি  আমার প্রিয় বন্ধু এবং কলেজকে কোন দিন ভূলতে পারব না।অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে একে অন্যকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীরা।প্রকৃতপক্ষে র্যাগ-ডের বাইরের অংশে আনন্দ-মাতামাতি থাকলেও ভেতরে থাকে গুমোট বেদনা।

অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য বাঙলা কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা সহযোগিতা করেন। এ সময় ছাত্রনেতারা শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon