Bangla Runner

ঢাকা , সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ | বাংলা

শিরোনাম

বিখ্যাতদের ১০ উক্তি টিআইবির দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাঁদাবাজ বদল হয়েছে, চাঁদাবাজী সিস্টেমের কোনো বদল আসেনি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি রম্য বিতর্ক: ‘কুরবানীতে ভাই আমি ছাড়া উপায় নাই!’ সনাতনী বিতর্কের নিয়মকানুন গ্রীষ্ম, বর্ষা না বসন্ত কোন ঋতু সেরা?  বিভিন্ন পত্রিকায় লেখা পাঠানোর ই-মেইল বিশ্বের সবচেয়ে দামি ৫ মসলা Important Quotations from Different Disciplines
Home / ক্যাম্পাস

রচনা লিখে নগদ অর্থ ও পুরস্কার জিতুন

ঢাবি প্রতিনিধি
রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ Print


62K

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য স্যার এ এফ রহমানের ৮৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দ্বিতীয় বারের মত রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে এফ রহমান সাহিত্য সংসদ। এ বছরের বিষয় “স্যার আহমেদ ফজলুর রহমান ও তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়”।

সর্বনিম্ন ১৫০০ শব্দের মধ্যে মৌলিক লেখাটি পাঠাতে হবে আগামী ৭ ডিসেম্বর রাত ৮ টার মধ্যে। লেখা জমা দিতে হবে হল গেইটে রাখা নির্ধারিত বাক্সে অথবা মেইল করে পাঠানো যাবে du.frls.hall@gmail.com ঠিকানায়।

আগামী ১০ ডিসেম্বর স্যার আহমেদ ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে হল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। সেরা তিনজন লেখককে পুরস্কৃত করা হবে। 

প্রথমজন পাবেন নগদ ৪ হাজার টাকা, দ্বিতীয় জন ৩ হাজার টাকা এবং তৃতীয় জন পাবেন নগদ ২ হাজার টাকা পুরস্কার। সঙ্গে প্রত্যেক বিজয়ী পাবেন শুভেচ্ছা স্মারক। নির্বাচিত রচনাগুলো প্রকাশিত হবে স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদের বার্ষিক প্রকাশনায়।

শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আয়োজন সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের সঙ্গে যোগাযোগ (01516740513) করতে বলা হয়েছে। এ ছাড়াও আয়োজনের ইভেন্ট পাতায় এ সংক্রান্ত তথ্য জানানো হবে। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা রানার এবং সহযোগিতায় স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদ।

রচনার বিষয়বস্তু সম্পর্কিত তথ্যের জন্য আগ্রহীরা যেসব বই পড়তে পারেন- ১. History of Dhaka University -Abdul karim, ২. যদ্যপি আমার গুরু - আহমাদ ছফা, ৩. ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎকালীন পূর্ববঙ্গ - সরদার ফজলুল করিম, ৪. সৈয়দ আবুল মকসুদ লিখিত ৩টি বই (সলিমুল্লাহ মুসলিম হল, স্যার ফিলিপ হার্টগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে উচ্চশিক্ষা), ৫. University of Dhaka Making Unmaking Remaking by Imtiaz Ahmed, ৬. The History of the University of Dacca- M A Rahim, ৭. এছাড়াও বিশ ও ত্রিশের দশকের সময়ের বিভিন্ন ব্যক্তির স্মৃতিকথামূলক বই।

স্যার এ এফ রহমান সম্পর্কে ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেনের মূল্যায়ন-    

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon