Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

অতন্দ্র বাংলাদেশ ঢাবি শাখার নতুন কমিটি

ঢাবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯ Print


প্রগতিশীল বুদ্ধিবৃত্তিক সংগঠন অতন্দ্র বাংলাদেশ’ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষিত হয়েছে। এতে সভাপতি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান (আবির)কে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রেনু তাজকে।

রোববার অতন্দ্র বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি আব্দুর রহমান বিশ্ববিদ্যালয় হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্র সংসদের ১ নং সদস্য। এ ছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয় আছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমাকে অতন্দ্র বাংলাদেশ ঢাবি শাখার সভাপতি হিসেবে নির্বাচিত করায় আনন্দিত বোধ করছি। আগামী এক বছর আমি চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দেশের সেবায় কাজ করে যেতে।

সাধারণ সম্পাদক রেনু তাজ বাংলাদেশ কুয়েত মৈত্রি হল ছাত্র সংসদের সদস্য। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি নতুন বাংলাদেশ গড়তে কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করেন।

অতন্দ্র বাংলাদেশ প্রগতিশীল ও বুদ্ধিবৃত্তিক সংগঠন হিসেবে তার যাত্রা শুরু করে ২০১৬ সালে। ‌'একটি প্রগতিশীল সমাজ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ' স্লোগানকে ধারণ করে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সচেতনতা ও শিক্ষামূলক সেমিনারের আয়োজন করার মধ্য দিয়ে সংগঠনটি জনপ্রিয়তা অর্জন করেছে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon