Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

ডুসাপের নতুন কমিটি: সভাপতি শাকিল, সম্পাদক সারজিস

ঢাবি প্রতিনিধি
রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অফ পঞ্চগড় (ডুসাপ)  এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৩ নভেম্বর, শনিবার বিকেলে প্রকাশিত নতুন ওই কমিটিতে শাকিল আনোয়ারকে সভাপতি এবং সারজিস আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সংগঠনটির বিদায়ী সভাপতি মোঃ মামুন আলী ও সাধারণ সম্পাদক রণজিৎ কুমার রায়ের সই করা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। 

একবছর মেয়াদি এই কমিটিতে শ্যাম বাবু রায়কে সহ-সভাপতি, রিফা জাকিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোস্তাফিজ রহমান রাকিবকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তদের সংগঠনের অনান্য পদগলো পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটির সভাপতি শাকিল আনোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র। শাকিলের গ্রামের বাড়ি পঞ্চগড়  জেলার বোদা উপজেলায়। 

নতুন কমিটির সাধারণ সম্পাদক সারজিস আলম প্রাণিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী ও হল সংসদের সদস্য। তার গ্রামের বাড়ি জেলার আটোয়ারি উপজেলায়।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি শাকিল আনোয়ার তার এক প্রতিক্রিয়ায় সংগঠনের কল্যাণে কাজ করে যাওয়ার আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে সদস্যদের সহযোগিতা প্রত্যাশা করেছেন।  

সাধারণ সম্পাদক  সারজিস আলম নবীনদের নিয়ে কাজ করার কথা জানিয়ে বলেন, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আমরা কাজ করে যাব। সদস্যদের নিয়ে সংগঠনকে আরো বেশি গতিশীল করব। 

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon