Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

নিউমনিয়ায় ভূগে ঢাবির হল সংসদ নেতার মৃত্যু

ঢাবি প্রতিনিধি
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ Print


নিউমনিয়ায় ভূগে à¦¢à¦¾à¦•া বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক কায়সার হোসেন à¦®à¦¾à¦°à¦¾ গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১০টা কিছু পরে à¦°à¦¾à¦œà¦§à¦¾à¦¨à§€à¦° একটি বেসরকারি à¦¹à¦¾à¦¸à¦ªà¦¾à¦¤à¦¾à¦²à§‡ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। à¦•ায়সারের অকাল মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, নিউমোনিয়া ছাড়াও লিভার সমস্যা,  à¦¶à§à¦¬à¦¾à¦¸à¦•ষ্ট ও জ্বরে ভূগছিলেন তিনি। প্রথমে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। ঢাকার পান্থপথের শমরিতা হাসপাতালে à¦­à¦°à§à¦¤à¦¿ করার পর পরিস্থিতির অবনতি হলে তাকে আই‌সিইউতে নেয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। 

কায়সার হোসেনের রুমমেট ও হল সংসদের বহিরঙ্গনক্রীড়া সম্পাদক মিরাজ à¦‡à¦¸à¦²à¦¾à¦® সিফাত সামাজিক যোগাযোগ মাধ্যমে à¦¤à¦¾à¦° মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। à¦•ায়সারের মৃত্যুতে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ, ডাকসু ভিপি ও ছাত্রলীগ নেতারা শোক প্রকাশ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-à§§à§« শিক্ষাবর্ষের ছাত্র কায়সারের গ্রামের বা‌ড়ি মা‌নিকগঞ্জ জেলায়। তিনি ইসলামের ই‌তিহাস ও সংস্কৃ‌তি বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। আবাসিক ছাত্র হিসেবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদ থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করে জয়ী হয়েছিলেন তিনি। তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের à¦¤à§à¦°à¦¾à¦£ ও দূর্যোগ বিষয়ক সম্পাদককের দায়িত্বে à¦›à¦¿à¦²à§‡à¦¨ তিনি।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon