Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

ঢাবি বন্ধুসভার নতুন কমিটি: সভাপতি জামিত, সম্পাদক আসিফ

ঢাবি প্রতিনিধি
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলোর স্বেচ্ছাসেবী সংগঠন 'বন্ধুসভা'র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন মম জামিত এবং সাধারণ সম্পাদক হয়েছেন আসিফ খান। ২০১৯-২০ শিক্ষাবর্ষে আগামী এক বছরের জন্যে তারা দায়িত্ব পালন করবেন।

২৮ নভেম্বর, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অনুমোদন দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও বন্ধুসভা জাতীয় পর্যালোচনা পর্ষদের সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান। তিনি একই সঙ্গে বিশ্বিবদ্যালয় শাখা বন্ধুসভার উপদেষ্টা।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন সাদিয়া সিদ্দিকা মীম ও ফারহানা ফাতেমা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মোস্তফা ও মো. কাওসার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে ইশরিকাত  হাসান ইমন এবং উপ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন জান্নাতুল ফেরদৌস জিশা।

অনুষ্ঠান বিষয়ক সম্পাদক হিসেবে আইনান মাহবুব, অর্থ সম্পাদকে সুজন চন্দ্র রায়, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকে ইশরাত সূচনা, নারী বিষয়ক সম্পাদকে জাকিয়া আক্তার, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদকে অন্তর ইসলাম, বিজ্ঞান বিষয়ক সম্পাদকে জিয়াউর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদকে আজিনুর আক্তার এবং যোগাযোগ বিষয়ক সম্পাদকে হিসেবে রয়েছে সাফিন উজ জামানের নাম।

নব গঠিত কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে রাখা হয়েছে আনোয়ার সাদাত রনিকে। আর প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকে তামান্না আক্তার, পাঠাগার সম্পাদক পদে এশা, মানব সম্পদ বিষয়ক সম্পাদক পদে সংগীতা বৈদ্য, প্রচার সম্পাদক পদে মো. হাবিবুর রহমান হাবিব, পরিবেশ বিষয়ক সম্পাদক পদে সানভিয়া হক, পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে রোকসানা আক্তার রক্তি, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. গাজী ইমরান এবং ক্রিড়া সম্পাদক পদে রয়েছেন খন্দকার আব্দুল আওয়াল।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon