Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

ঢাবির ফজলুল হক হলে স্পোর্টস উইকের সমাপ্তি

ঢাবি প্রতিনিধি
শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর সন্ধ্যায় সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দু সপ্তাহ ধরে চলা ক্রীড়া প্রতিযোগিতার। 

গত ১৬ই নভেম্বর থেকে শুরু হওয়া স্পোর্টস উইকের অধীনে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা আন্তঃবিভাগ ক্রিকেট, আন্তঃব্যাচ হ্যান্ডবল প্রতিযোগিতা ও আন্তঃব্যাচ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

২৯ নভেম্বর ফাইনালে অংশ নিয়ে আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ আর রানার আপ হয়েছে ফলিত পরিসংখ্যান বিভাগ, আন্তঃব্যাচ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব ব্লক ও রানার আপ ৩য় বর্ষ এবং আন্তঃব্যাচ ফুটবলে ৪র্থ বর্ষ চ্যাম্পিয়ন ও ৩য় বর্ষ রানার আপ হয়েছে।

হল সংসদের বহিরঙ্গন ক্রীড়া সম্পাদক খোন্দকার ফয়সাল আজম (বাপ্পী) বাংলা রানারকে জানান, প্রতিযোগিতায় প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নিয়েছে। আর আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় সর্বমোট ২৪ টি বিভাগ এবং আন্তঃব্যাচ ফুটবল ও হ্যান্ডবলে à§® টি ব্যাচ অংশগ্রহণ  করেছে।

স্পোর্টস উইকের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ ও হল সংসদের সভাপতি অধ্যাপক ডঃ শাহ মোঃ মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হল সংসদের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান ও হল সংসদের অন্যান্য সদস্যবৃন্দ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল সংসদের সহ-সভাপতি (ভিপি) মাহমুদুল ইসলাম তমাল।

প্রসঙ্গত, ১৯৪০ সালের à§§ জুলাই ৩৬৩ জন ছাত্র নিয়ে প্রতিষ্ঠিত হয় ফজলুল হক মুসলিম হল। অবিভক্ত বাংলার তৎকালীন প্রধানমন্ত্রী এ কে ফজলুল হকের নামানুসারে এই হলের নামকরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়ও তিনি অবদান রেখেছিলেন। ১৯৭২ সালের ১৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় হলটির নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়। 

ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট দায়ের করলে ২০০৪ সালের à§§ মার্চ আদালত ‘মুসলিম’ শব্দটি যুক্ত রেখে প্রতিষ্ঠাকালীন নামকে বহাল রাখার পক্ষে রায় দেয়। হলটির প্রতিষ্ঠাকালীন ও প্রথম প্রোভোস্ট ছিলেন বিখ্যাত ভাষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহ।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon