Bangla Runner

ঢাকা , সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ | বাংলা

শিরোনাম

বিখ্যাতদের ১০ উক্তি টিআইবির দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাঁদাবাজ বদল হয়েছে, চাঁদাবাজী সিস্টেমের কোনো বদল আসেনি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি রম্য বিতর্ক: ‘কুরবানীতে ভাই আমি ছাড়া উপায় নাই!’ সনাতনী বিতর্কের নিয়মকানুন গ্রীষ্ম, বর্ষা না বসন্ত কোন ঋতু সেরা?  বিভিন্ন পত্রিকায় লেখা পাঠানোর ই-মেইল বিশ্বের সবচেয়ে দামি ৫ মসলা Important Quotations from Different Disciplines
Home / ক্যাম্পাস

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলেছে তোফা

শাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ Print


62K

প্রচলিত ধারণায় শারীরিক প্রতিবন্ধকতাকে অভিশাপ হিসেবে দেখা হলেও শারীরিক  প্রতিবন্ধকতাকে জয় করার অসংখ্য নজির রয়েছে ইতিহাস জুড়ে। শারীরিক প্রতিবন্ধকতা পিছনে ফেলে নিজের স্বপ্ন বাস্তবায়নের পথে ছুটে চলা মানুষের সংখ্যাও বর্তমানে নেহাত কম নয়। তাসলিমা হোসেন তোফা তেমনই এক যোদ্ধার নাম। শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করে যে ছুটে চলছে তার স্বপ্ন বাস্তবায়নের পথে। তোফা বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত।

তোফা জানায়, জন্মের সময় মস্তিষ্কে আঘাত জনিত কারণ বা সেরিব্রাল পালসি (সিপি) এর দরুণ ধীরে ধীরে তার পুরো বামপাশ জুড়ে সমস্যা দেখা দিতে শুরু করে। হাত পায়ে অনুভূতি আছে ঠিকই কিন্তু মস্তিষ্কের কোষে ক্ষতি সাধন হওয়ায়  সিগনাল পৌঁছে না। ফলে স্বাভাবিক কাজ কর্ম করতেও অসুবিধা হয় তার। সাধারণ মানুষের থেকে সব কাজেই সময় বেশি লাগে। পুরো হাতেই সমস্যা। সমস্যা আছে পায়েও। হাঁটতে পারলেও বেশি সময় ধরে হাঁটাচলা করতে পারে না তিনি। বাস, রিকশাসহ অন্যান্য যানবাহনে চলাচলে করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয় তাকে। যখন পড়াশোনা বা কাজের চাপ বেশি থাকে তখন খিঁচুনির মতো কাঁপাকাপি হয়, ব্যাথা করে, ক্লান্তি আসে, দমবন্ধ হয়ে আসে। তারপরেও জীবনযুদ্ধে থেমে থাকেনি সে। তার এই পথচলায় পরিবার থেকে শুরু করে স্কুল কলেজ  সব ক্ষেত্রেই সহযোগিতা পেয়ে এসেছে। সবাই সাধ্যমত তাকে সাহায্য করে থাকে। এজন্য সে নিজেকে ভাগ্যবান মনে করে।

তার এই চলার পথ যে মসৃণ ছিল না। একটি বিদ্যালয়ের নাম প্রকাশ না করে তোফা বলে, ছোটবেলায় একটা স্কুলে কেজিতে ভর্তি হতে গিয়েছিলাম কিন্তু তারা আমাকে প্লে তে ভর্তি করিয়েছিল জোর করে। বলেছিল, যেহেতু সমস্যা আছে তাই ওই ক্লাসের সাথে কম্পিটিশনে পারব না। কিছুদিন পড়ে কেজিতে ট্রান্সফার করেছিলো এই শর্তে যে, মেধাক্রম ১-১০ এর মধ্যে থাকতে হবে। আরেক জায়গায় মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও দুই বার ভাইভা দিতে হয়েছিল। 

তোফার পরিবার বর্তমানে ঢাকার আজিমপুরে। তবে তার গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে। তোফা জানায়, হয়রানি করায় পরবর্তীতে সে ওই দুই স্কুল ত্যাগ করে ভর্তি হয় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে। সেখান থেকে সে তার স্কুল এবং  কলেজ জীবনের শেষ করে । তারপর ভর্তি হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি নিজেকে ব্যস্ত রাখতে তোফা সংযুক্ত আছে শাবিপ্রবির অন্যতম সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবে। 

লেখালেখির পাশাপাশি  তোফার আগ্রহ আছে রিসার্চেও। তোফার মতে,"যাদের এ ধরনের প্রতিবন্ধকতা আছে তাদের আসলে নিজের সাথেই যুদ্ধ করা লাগে অন্যদের সাথে সমান ভাবে এগিয়ে যাওয়ার জন্য। আর সমাজের সাধারণ একটা ধারণা হলো এ ধরণের মানুষরা কিছু  করতে পারে না। এটা বদলানো দরকার।"

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon