Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

ঢাবির স্যার এ এফ রহমান হল:

গোটা হল অন্ধকার করে বুদ্ধিজীবীদের স্মরণ

ঢাবি প্রতিনিধি
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ Print


১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুরো হল নিষ্প্রদীপ করে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদ। কর্মসূচিতে হল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দের পাশাপাশি হলের বিতর্ক, সাহিত্য, আবৃত্তি ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে হল অভ্যন্তরে শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের বেদিতে মোমবাতি প্রজ্বলন করে তারা। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট গোটা হল ব্লাক আউট (নিষ্প্রদীপ) করে রাখা হয়। ওই এক মিনিট নিরবে দাঁড়িয়ে শিক্ষার্থীরা শহীদদের সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার জন্য নিরবতা পালন করেন। পরে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত করেন হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আব্দুর রহিম। মোনাজাত শেষে হল সংসদের সহ-সভাপতি (ভিপি) আব্দুল আলীম খান শিক্ষার্থীদের উদ্দেশ্য কথা বলেন। 

শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ধারণের জন্যই এই কর্মসূচি বলে জানান ভিপি আবদুল আলীম খান। তিনি বলেন, বাঙালি জাতিকে দমিয়ে রাখতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। কিন্তু বাঙালিরা পিছিয়ে থাকেনি। আজকের দিনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণের মধ্য দিয়ে আগামী দিনের নতুন বুদ্ধিজীবী জন্ম নিবে। এখনকার হলের শিক্ষার্থীরাই আগামীদিনের এ দেশের চালিকাশক্তি হবে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon