Bangla Runner

ঢাকা , সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ | বাংলা

শিরোনাম

বিখ্যাতদের ১০ উক্তি টিআইবির দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাঁদাবাজ বদল হয়েছে, চাঁদাবাজী সিস্টেমের কোনো বদল আসেনি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি রম্য বিতর্ক: ‘কুরবানীতে ভাই আমি ছাড়া উপায় নাই!’ সনাতনী বিতর্কের নিয়মকানুন গ্রীষ্ম, বর্ষা না বসন্ত কোন ঋতু সেরা?  বিভিন্ন পত্রিকায় লেখা পাঠানোর ই-মেইল বিশ্বের সবচেয়ে দামি ৫ মসলা Important Quotations from Different Disciplines
Home / ক্যাম্পাস

ঢাবির স্যার এ এফ রহমান হল:

গোটা হল অন্ধকার করে বুদ্ধিজীবীদের স্মরণ

ঢাবি প্রতিনিধি
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ Print


69K

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে পুরো হল নিষ্প্রদীপ করে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্র সংসদ। কর্মসূচিতে হল শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দের পাশাপাশি হলের বিতর্ক, সাহিত্য, আবৃত্তি ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে হল অভ্যন্তরে শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের বেদিতে মোমবাতি প্রজ্বলন করে তারা। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট গোটা হল ব্লাক আউট (নিষ্প্রদীপ) করে রাখা হয়। ওই এক মিনিট নিরবে দাঁড়িয়ে শিক্ষার্থীরা শহীদদের সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার জন্য নিরবতা পালন করেন। পরে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত করেন হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আব্দুর রহিম। মোনাজাত শেষে হল সংসদের সহ-সভাপতি (ভিপি) আব্দুল আলীম খান শিক্ষার্থীদের উদ্দেশ্য কথা বলেন। 

শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ধারণের জন্যই এই কর্মসূচি বলে জানান ভিপি আবদুল আলীম খান। তিনি বলেন, বাঙালি জাতিকে দমিয়ে রাখতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। কিন্তু বাঙালিরা পিছিয়ে থাকেনি। আজকের দিনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণের মধ্য দিয়ে আগামী দিনের নতুন বুদ্ধিজীবী জন্ম নিবে। এখনকার হলের শিক্ষার্থীরাই আগামীদিনের এ দেশের চালিকাশক্তি হবে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon