Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

শাহবাগ থানায় মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধে ভিপি নুরের অভিযোগ

ঢাবি প্রতিনিধি
বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯ Print


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র ভিপি নুরুল হক নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ২০-২৫ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের অভিযোগ দায়ের করার পর এবার মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দেয়া হয়েছে। ১৮ ডিসেম্বর শাহবাগ থানায় এই অভিযোগ দাখিল করা হয়েছে। এতে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনসহ ৩০-৩৫ নেতাকর্মী দায়ী করা হয়েছে।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, মঙ্গলবার দুপুরে এবং রাতে আমাদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ হামলা করেছে, যার ছবি বিভন্ন গণমাধ্যমে আছে। ওই ঘটনার জন্য আজ ডাকসুর ভিপি নুরুল হক নুর থানায় মামলা করেতে গেছেন। কিন্তু মামলা নেয়া হয়নি। তারা সাধারণ অভিযোগ নিয়েছেন।

মামলার বিষয়ে শাহবাগ থানার ডিউটি অফিসার বলেন, 'উভয় পক্ষই থানায় এসেছিল। তারা অভিযোগপত্র দিয়ে গেছেন।' কোন মামলা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, কোন মামলা হয়নি। সাধারণ অভিযোগ হিসেবে আমরা তাদের অভিযোগ গ্রহণ করেছি।

ভিপি নুর অভিযোগপত্রে বলেছেন, গত ১৭ ডিসেম্বর সংহতি সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের ৩০-৩৫ জন নেতাকর্মী হামলা চালায়। পরপর দুই বারের হামলার শিকার হয়ে ডাকসু ভিপি ও সমাজসেবা সম্পাদকসহ ১৪ জন আহত হন। ওই হামলায় ৩০-৩৫ জন অংশ নিলেও এদের নেতৃত্বে ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন, মিজানুর রহমান পিকুল, খোকন মিয়া ও তুর্য্যসহ কয়েকজন।

প্রসঙ্গত, ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএবি) বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয় শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডাকসুর ভিপি রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের নিয়ে জড়ো হন। সেখানে মুক্তিযুদ্ধ মঞ্চ দুই দফায় হামলা চালিয়ে বেশ কয়েক জনকে আহত করে। হামলার ভিডিওতে দেখা গেছে, আক্রমণকারীদের ভিপি নুরও পাল্টা মার দিচ্ছেন। মঙ্গলবারের ওই হামলার প্রতিবাদে বুধবার দুপুরে ছাত্র বিক্ষোভের ডাক দেন নুরু। একই সময় পাল্টা কর্মসূচি দেয় মুক্তিযুদ্ধ মঞ্চ। বুধবার (১৮ ডিসেম্বর) দিনভর মুখোমুখি অবস্থান করে উভয় পক্ষ পাল্টাপাল্টি শ্লোগান দিয়েছেন। তবে আজ কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon