Bangla Runner

ঢাকা , সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ | বাংলা

শিরোনাম

বিখ্যাতদের ১০ উক্তি টিআইবির দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাঁদাবাজ বদল হয়েছে, চাঁদাবাজী সিস্টেমের কোনো বদল আসেনি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি রম্য বিতর্ক: ‘কুরবানীতে ভাই আমি ছাড়া উপায় নাই!’ সনাতনী বিতর্কের নিয়মকানুন গ্রীষ্ম, বর্ষা না বসন্ত কোন ঋতু সেরা?  বিভিন্ন পত্রিকায় লেখা পাঠানোর ই-মেইল বিশ্বের সবচেয়ে দামি ৫ মসলা Important Quotations from Different Disciplines
Home / ক্যাম্পাস

২৫ ডিসেম্বর শুরু হচ্ছে ১২তম বিজ্ঞান বিতর্ক উৎসব

ঢাবি প্রতিনিধি
শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯ Print


66K

বহুল প্রতীক্ষা শেষে বিজ্ঞানমনস্ক তার্কিকদের প্রাণের বৃহত্তম মেলা বসতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফজলুল হক হলের মুক্ত মঞ্চে। আগামী ২৫ ডিসেম্বর হতে ২৮ ডিসেম্বর 'এফ এইচ হল ডিবেটিং ক্লাব' আয়োজন করতে যাচ্ছে "১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০১৯"। বিজ্ঞানমনস্ক বিতার্কিকরা এই উৎসবের নাম দিয়েছেন 'যুক্তির ক্যাপসুলে বিজ্ঞানের ভালবাসা'।

এফ এইচ হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আয়োজনের বিষয়ে বলেন, এই উৎসবের প্রতি আসরে মানবকল্যাণের দিকে লক্ষ্য রেখে বিজ্ঞানের একটি বিশেষ শাখার উপর নতুন শ্লোগান নির্ধারন করা হয়। এ বছরের শ্লোগান নির্ধারিত হয়েছে "প্রযুক্তিগত উন্নয়ন ও নিরাপদ জীবন"। 

জানা গেছে, আন্তঃক্লাব তথা বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাশাপাশি এই উৎসবে থাকছে আন্তঃকলেজ ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা। থাকছে প্রদর্শনী বিতর্ক, রম্য বিতর্ক, আঞ্চলিক বিতর্কের মত হরেক আয়োজন। আয়োজকদের প্রত্যাশা এই উৎসব, আনন্দের সঙ্গে বিজ্ঞানকে জানার মানস তৈরিতে ভূমিকা রাখবে।

এফ এইচ হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছাকিবুর রাহাত জানিয়েছেন, এবারের উৎসবে অংশগ্রহণের সুযোগ পাবে দেশের নানা প্রান্তের স্বনামধন্য ২৪টি স্কুল, ২৪টি কলেজ আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে অংশ নিবে ৪০টি ক্লাব।

একঝাঁক বিজ্ঞানমনস্ক স্বপ্নবাজের হাত ধরে ২০০৩ সালে পথচলা শুরু হয়েছিল এই উৎসবের। গত এক দশকেরও বেশি সময় ধরে এই উৎসব এখন তারুণ্যের জিনোমে ফোটাচ্ছে বিজ্ঞানের ফুল, মানসপটে এঁকে দিচ্ছে মানবপ্রেমের প্রতিকৃতি। আর বলে যাচ্ছে- "অবিশ্রান্ত ক্ষোভগুলো প্রশমিত হোক যুক্তির অবিনাশীতায় যান্ত্রিক বাস্তবতার কাঠিন্য পরাজিত হোক মৃন্ময় ভালবাসায়"।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon