Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

২৫ ডিসেম্বর শুরু হচ্ছে ১২তম বিজ্ঞান বিতর্ক উৎসব

ঢাবি প্রতিনিধি
শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯ Print


বহুল প্রতীক্ষা শেষে বিজ্ঞানমনস্ক তার্কিকদের প্রাণের বৃহত্তম মেলা বসতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফজলুল হক হলের মুক্ত মঞ্চে। আগামী ২৫ ডিসেম্বর হতে ২৮ ডিসেম্বর 'এফ এইচ হল ডিবেটিং ক্লাব' আয়োজন করতে যাচ্ছে "১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০১৯"। বিজ্ঞানমনস্ক বিতার্কিকরা এই উৎসবের নাম দিয়েছেন 'যুক্তির ক্যাপসুলে বিজ্ঞানের ভালবাসা'।

এফ এইচ হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আয়োজনের বিষয়ে বলেন, এই উৎসবের প্রতি আসরে মানবকল্যাণের দিকে লক্ষ্য রেখে বিজ্ঞানের একটি বিশেষ শাখার উপর নতুন শ্লোগান নির্ধারন করা হয়। এ বছরের শ্লোগান নির্ধারিত হয়েছে "প্রযুক্তিগত উন্নয়ন ও নিরাপদ জীবন"। 

জানা গেছে, আন্তঃক্লাব তথা বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাশাপাশি এই উৎসবে থাকছে আন্তঃকলেজ ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা। থাকছে প্রদর্শনী বিতর্ক, রম্য বিতর্ক, আঞ্চলিক বিতর্কের মত হরেক আয়োজন। আয়োজকদের প্রত্যাশা এই উৎসব, আনন্দের সঙ্গে বিজ্ঞানকে জানার মানস তৈরিতে ভূমিকা রাখবে।

এফ এইচ হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছাকিবুর রাহাত জানিয়েছেন, এবারের উৎসবে অংশগ্রহণের সুযোগ পাবে দেশের নানা প্রান্তের স্বনামধন্য ২৪টি স্কুল, ২৪টি কলেজ আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে অংশ নিবে ৪০টি ক্লাব।

একঝাঁক বিজ্ঞানমনস্ক স্বপ্নবাজের হাত ধরে ২০০৩ সালে পথচলা শুরু হয়েছিল এই উৎসবের। গত এক দশকেরও বেশি সময় ধরে এই উৎসব এখন তারুণ্যের জিনোমে ফোটাচ্ছে বিজ্ঞানের ফুল, মানসপটে এঁকে দিচ্ছে মানবপ্রেমের প্রতিকৃতি। আর বলে যাচ্ছে- "অবিশ্রান্ত ক্ষোভগুলো প্রশমিত হোক যুক্তির অবিনাশীতায় যান্ত্রিক বাস্তবতার কাঠিন্য পরাজিত হোক মৃন্ময় ভালবাসায়"।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon