Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

ছাত্রদলের আংশিক ৬০ সদস্যের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯ Print


কাউন্সিলের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার  দীর্ঘ দিন পর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ১৯ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় কাউন্সিলে নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল হন। আজ শুক্রবার রাতে  ৬০ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটি অনুমোন দেয়া হয়। 

গঠনতন্ত্র অনুযায়ী জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত à¦šà§‡à§Ÿà¦¾à¦°à¦®à§à¦¯à¦¾à¦¨ তারেক রহমান জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের উক্ত আংশিক 
কমিটি অনুমোদন দেন। শীঘ্রই ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়। কমিটিতে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, জাকিরুল ইসলাম জাকির,আশরাফুল আলম ফকির লিংকন,হাফিজুর রহমান হাফিজ,মামুন খান,পার্থ দেব মন্ডল, মাজদুল ইসলাম রুম্মন,কে.এস.এম. মুসাব্বির শাফি,ওমর ফারুক কাওসার,মোক্তাদির হোসেন তরু,সাজিদ হাসান বাবু, মাহমুদুল হাসান বাপ্পী, মিজানুর রহমান সজীব,মোস্তাফিজুর রহমান, পাভল শিকদার।

যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন, আমিনুর রহমান আমিন, শাহ নাওয়াজ,মহিন উদ্দিন রাজু,তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, এ.বি.এম. মাহমুদ আলম সরদার,মিজানুর রহমান শরীফ, রিয়াদ মো. ইকবাল হোসেন,আরিফুর রহমান আরিফ, আব্দুল্লাহ আল জুবায়র বাবু,নিজাম উদ্দিন রিপন,মারুফ এলাহী রনি,করিম প্রধান রনি,মাহবুব মিয়া,শ্যামল মালুম।

সহ সাধারণ সম্পাদক পদে রাশেদ ইকবাল খান,আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, ইছামন্তাজ ইজাজ,মাইন উদ্দিন নিলয়, সিরাজুল ইসলাম, কে.এম. সাখাওয়াত হোসেন,মাহবুব আলম মাহবুব, সাদিকুর রহমান সাদিক, আকতারুজ্জামান আকতার, মো. জামিল হোসেন, মো.আলাউদ্দিন খান, শাহাদাত হোসেন, শেখ শহিদুল ইসলাম,সুলতানা জেসমিন জুঁই, খন্দকার ডালিয়া রহমান দায়িত্ব পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, মশিউর রহমান রনি (ঢাকা বিভাগ) মাহফুজুল আলম মিঠু (বরিশাল),তানজিমুল হাসান কায়েস (ফরিদপুর), হেলাল আহম্মেদ সুমন (খুলনা),নাদিমুর রহমান শিশির (কুমিল্লা), ফারুক আহমেদ সাব্বির (চট্টগ্রাম), রায়হান উদ্দিন (সিলেট), রফিকুল ইসলাম রবি (রাজশাহী), মনিরুজ্জামান হিযবুল (রংপুর), নাইমুল করিম লুইন (ময়মনসিংহ)। আজিজুল হক সোহেল সহ দপ্তর সম্পাদক করা হয়েছে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon