Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

৬ষ্ঠ শামসুন নাহার স্মৃতি বিতর্ক উৎসব:

নতুন বছরের প্রথম বিতর্ক উৎসব আগামীকাল

ঢাবি প্রতিনিধি
মঙ্গলবার, ০৭ জানুয়ারী, ২০২০ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে নতুন বছরের প্রথম বিতর্ক উৎসব শুরু হতে যাচ্ছে আগামীকাল। "অজ্ঞতায় ভুলে নত হতে নাহি জানি, ন্যায়ের আলােকে উদ্ভাসিত আজি যুক্তির বাণী" স্লোগানকে সামনে এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে শামসুন নাহার হল ডিবেটিং ক্লাব (এসএনডিসি)।

ষষ্ঠ বারের মত আয়োজিত শামসুন নাহার মাহমুদ স্মৃতি বিতর্ক উৎসব ২ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৫ তারিখ পর্যন্ত। প্রতিযোগিতায় স্কুল-কলেজ ১৬টি দল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩২টি দল আন্তঃক্লাব বিতর্কে অংশ নিবে।

এসএনডিসির সভাপতি ইশরাত জাহান রিকতা বলেন, শামসুন নাহার হল ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠাকালীন সময় থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চাকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বিতর্ক বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছে। তারই ধারাবাহিকতায় আগামী ২, ৩ ও ৫ জানুয়ারি '৬ষ্ঠ শামসুন নাহার মাহমুদ স্মৃতি বিতর্ক উৎসব - ২০২০' আয়োজিত হতে যাচ্ছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী সকল বিতার্কিক ও বিতর্কপ্রেমী আমাদের বিতর্ক উৎসবে আমন্ত্রিত।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার তমা বাংলা রানারকে বলেন, গত ৫ টি উৎসবের ধারাবাহিকতার মধ্য দিয়ে আশা করি এবারও আমরা উৎসবের মান সমুন্নত রাখতে পারবো। বিতর্কের জন্য ভাল বিষয়, অভিজ্ঞ বিচারক এবং প্রত্যেক ক্লাবের বেস্ট টিম গুলোর সমন্বয়ে আশা করি আয়োজনটি পরিপূর্ণতা পাবে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon