Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

নির্বাচন পেছাতে আমরণ অনশন চলছে, অসুস্থ ১৪ শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি
শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ Print


ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ  পরিবর্তনের  দাবিতে আমরণ অনশন অব্যাহত রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। অনশনের তৃতীয় দিনে এসে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে ।  

এদের মধ্যে গুরুতর অসুস্থ তিনজনকে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছিলো । এরা হলেন: মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ছাত্র অর্ক সাহা, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অপূর্ব চক্রবর্তী এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের সুকেশ দেবনাথ।  প্রাথমিক চিকিৎসা সেরে তারা আবার অনশনে যোগ দিয়েছেন ।  

অসুস্থ ১৪ জন শিক্ষার্থীর মধ্যে রয়েছেন দুইজন মুসলিম শিক্ষার্থী। তারা হলেন: ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল রবি।

সরস্বতী পূজার দিনে সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে গত এক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে ঢাবি শিক্ষার্থীরা ।  মঙ্গলবার   à¦ সংক্রান্ত একটি রিট পিটিশন সরাসরি খারিজ করে হাইকোর্ট । আইনজীবী অশোক কুমার ঘোষ রিটটি করেছিলেন । 

এদিকে বৃহস্পতিবার বেলা ২ টার দিকে দিকে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেন   à¥¤  শেষ খবর পাওয়া পর্যন্ত ২৯ জন শিক্ষার্থী এখনও অনশনে রয়েছেন । 

জগন্নাথ হল সংসদের জিএস কাজল দাস বলেন,
আমরা অনশনে বসেছি।  দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব। এই অনশন হচ্ছে সর্বশেষ পর্যায়। এটা শুধু আমার বক্তব্য না, সবার একই বক্তব্য। এই দাবি সবার দাবি।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon