Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

করোনা: ঢাবির জিয়া হলে হ্যান্ডওয়াশ বিতরণ করেছে ছাত্র সংসদ

ঢাবি প্রতিনিধি
শনিবার, ২১ আগস্ট, ২০২১ Print


করোনা সারাবিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এই মহামারির কারনে আতঙ্কে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন আতঙ্কের সময়ে শিক্ষার্থীদের সচেতনতায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদ নানা উদ্যোগ গ্রহণ করেছে।

জানা যায়, করোনা সচেতনতায় জিয়া হল সংসদের উদ্যোগে হলের প্রতিটি রুমে বিতরণ করা হচ্ছে হ্যান্ডওয়াশ, সেনিটাইজারসহ নানা উপকরণ। শুধু রুম নয় হলের গেস্টরুম, রিডিংরুমেও দেওয়া হয়েছে এসব উপকরণ। হল সংসদের এমন কাজে খুশি হলের সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে জিয়া হল সংসদের জিএস হাসিবুল হোসেন শান্ত বলেন, আমরা হলের প্রবেশপথে হাত ধোয়ার ব্যবস্থা করেছি। প্রত্যেক রুমে হ্যান্ডওয়াশ এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছি। আমি হলের প্রত্যেক শিক্ষার্থীকে পরিস্কার, পরিচ্ছন্ন থেকে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে আছি।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon