Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক

পশ্চিমবঙ্গে সর্বোচ্চ নম্বর পেয়ে ইতিহাস গড়লেন মুসলিম ছাত্রী

বাংলা রানার ডেস্ক
শনিবার, ২১ আগস্ট, ২০২১ Print


ভারতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে সবচে বেশি নম্বর পেয়ে ইতিহাস গড়েছেন রুমানা সুলতানা ইসলাম। যা নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। ২২ জুলাই, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান মহুয়া দাস ফল ঘোষণার পর দেখা যায়, তাতে সর্বোচ্চ নাম্বার পেয়েছেন মুসলিম শিক্ষার্থী রুমানা। রুমানার বাবা রবিউল আলম পেশায় স্কুলশিক্ষক এবং মা সুলতানা পারভিনও একজন শিক্ষিকা।

খোদ রুমানার প্রশ্ন তাঁর পরিচয়ের আগে ‌‘মুসলিম’ শব্দটি কেনো বারবার ব্যবহার করা হচ্ছে। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমানা বলেন, “তাঁর নামের আগে মুসলিম না বললেই ভালো হয়। কেবল ছাত্রী বললে বেশি ভালো হয় এবং এটা নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি না হলে আরও ভালো।”

এর আগে বৃহস্পতিবার ফল ঘোষণার সময় রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রধান মহুয়া দাস বলেছিলেন, সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে একটা ইতিহাস হয়েছে। যিনি সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি মুর্শিদাবাদ জেলা থেকে এক মুসলিম কন্যা। এককভাবে সে সর্বোচ্চ ৪৯৯ নম্বর অর্জন করেছে।

তবে মহুয়া দাস ওই শিক্ষার্থীর নাম উল্লেখ না করে অনলাইনে গিয়ে দেখে নেওয়ার জন্য বলেন। আর এরপরই শুরু হয় বিতর্ক। অনেকের বক্তব্য, একজন মুসলিম মেয়ে এত ভালো ফল করল, অবশ্যই তাঁর নামটি বলা উচিত ছিল। কারণ, রাজ্যে এখনো মুসলিম মেয়ে ও নারীদের বহু বাধার সম্মুখীন হয়ে সামনে আগাতে হয়।

আবার অনেকে মনে করেন, ভালো ফলাফল করলে কেন তা জাত বা ধর্ম উল্লেখ করে বলতে হবে। এর মধ্য দিয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিড়ম্বনায় পড়তে হয়।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon