সভাপতি নাসিম, সম্পাদক রিয়াজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদের (এফআরএলএস) ২০২০-২১ বর্ষের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন বাংলা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী নাসিম হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী আমানউল্লাহ রিয়াজ।
সম্প্রতি স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদের বিদায়ী সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ নতুন এই কমিটির সুপারিশ করলে তা অনুমোদন দেন সংগঠনটির মডারেটর অধ্যাপক মোহাম্মদ আজম।
নতুন সভাপতি নাসিম হাসান এক প্রতিক্রিয়ায় বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে দেখতে দেখতে স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদের প্রায় তিন বছরের অধিক সময় পেরিয়ে গেল। অর্জন কতটুকু জানি না, তবে শুরুর কমিটির সকল কর্মীর শ্রম-তিতিক্ষা এই নাতিদীর্ঘ পথ-পরিক্রমায় জড়িয়ে আছে। আমাদের 'সাপ্তাহিক নিয়মিত লাইব্রেরি কার্যক্রম' ক্যাম্পাসের একটি ব্যতিক্রমী উদ্যোগ। হলের প্রতিটি রুমের বইয়ের তাকে সাহিত্য সংসদের বই শোভা পাবে; গড়ে উঠবে হল কেন্দ্রিক একটি হৃদয়-সংবাদী পাঠক গোষ্ঠী—এই প্রত্যাশা বুকে ধারণ করে আমাদের এগিয়ে চলা; দায়িত্ব নেওয়া। আমাদের এ কার্যক্রমে সকলের সহযোগিতা একান্ত কাম্য।"
সাধারণ সম্পাদক আমানউল্লাহ রিয়াজ বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের অন্যতম হল ইউনিট স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদের দায়িত্ব পেয়ে আমি আপ্লুত। অসাম্প্রদায়িকতা ও পরমতসহিষ্ণুতার চেতনাকে হৃদয়ে ধারণ করে আমার সঙ্গীদের সাথে নিয়ে জ্ঞানভিত্তিক হল গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাবো।"
উল্লেখ্য, স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদ যাত্রা শুরু করে ২০১৮ সালে। নিয়মিত সাহিত্য আড্ডা, সাপ্তাহিক পাঠাগার কার্যক্রম পরিচালনা, তরুন লেখকদের উদ্বুদ্ধ করতে কর্মশালা ও দেয়ালিকা প্রকাশসহ সারা বছর বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি।
আরও পড়ুন আপনার মতামত লিখুন