Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

সভাপতি নাসিম, সম্পাদক রিয়াজ

এফ রহমান সাহিত্য সংসদের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদের (এফআরএলএস) ২০২০-২১ বর্ষের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন বাংলা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী নাসিম হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী আমানউল্লাহ রিয়াজ। 

সম্প্রতি স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদের বিদায়ী সভাপতি মোঃ সাইফুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ নতুন এই কমিটির সুপারিশ করলে তা অনুমোদন দেন সংগঠনটির মডারেটর অধ্যাপক মোহাম্মদ আজম।

নতুন সভাপতি নাসিম হাসান এক প্রতিক্রিয়ায় বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে দেখতে দেখতে স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদের প্রায় তিন বছরের অধিক সময় পেরিয়ে গেল।  অর্জন কতটুকু জানি না, তবে শুরুর কমিটির সকল কর্মীর শ্রম-তিতিক্ষা এই নাতিদীর্ঘ পথ-পরিক্রমায় জড়িয়ে আছে। আমাদের 'সাপ্তাহিক নিয়মিত লাইব্রেরি কার্যক্রম' ক্যাম্পাসের একটি ব্যতিক্রমী উদ্যোগ। হলের প্রতিটি রুমের বইয়ের তাকে সাহিত্য সংসদের বই শোভা পাবে; গড়ে উঠবে হল কেন্দ্রিক একটি হৃদয়-সংবাদী পাঠক গোষ্ঠী—এই প্রত্যাশা বুকে ধারণ করে আমাদের এগিয়ে চলা; দায়িত্ব নেওয়া। আমাদের এ কার্যক্রমে সকলের সহযোগিতা একান্ত কাম্য।"

সাধারণ সম্পাদক আমানউল্লাহ রিয়াজ বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের অন্যতম হল ইউনিট স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদের দায়িত্ব পেয়ে আমি আপ্লুত। অসাম্প্রদায়িকতা ও পরমতসহিষ্ণুতার চেতনাকে হৃদয়ে ধারণ করে আমার সঙ্গীদের সাথে  নিয়ে জ্ঞানভিত্তিক হল গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাবো।"

উল্লেখ্য, স্যার এ এফ রহমান হল সাহিত্য সংসদ যাত্রা শুরু করে ২০১৮ সালে। নিয়মিত সাহিত্য আড্ডা, সাপ্তাহিক পাঠাগার কার্যক্রম পরিচালনা, তরুন লেখকদের উদ্বুদ্ধ করতে কর্মশালা ও দেয়ালিকা প্রকাশসহ সারা বছর বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon