Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

এফ. এইচ হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি

ঢাবি প্রতিনিধি
শনিবার, ২০ নভেম্বর, ২০২১ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক হলের বিতর্ক সংগঠন এফ.এইচ. হল ডিবেটিং ক্লাবের ২০২‌১-২২ বর্ষের কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হয়েছেন গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আশিকুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চতুর্থ  বর্ষের শিক্ষার্থী মো. ফাহিম সাকলাইন ত্বকী।

গত ১৯ নভেম্বর ফজলুল হক মুসলিম হলে অবস্থিত ডিবেটিং ক্লাব কার্যালয়ে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির মডারেটর ড. মোহাম্মদ আব্দুল কাদির ও বিদায়ী সভাপতি ছাকিবুর রাহাত নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির কার্যনির্বাহী পরিষদে রয়েছেন সভাপতি (প্রশাসন) পদে নাজিম উদ্দিন, সহ-সভাপতি (ইংরেজি) পদে আব্দুল হাদী নাহিদ, সহ-সভাপতি (বাংলা) মোঃ মুশফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) মাহফুজ আহমেদ স্বাধীন, যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) জাফিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি) মোঃ বখতিয়ার উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন রাসেল মিয়া ও মোঃ আসাদ্দুজ্জামান সোহান।

কমিটিতে দপ্তর সম্পাদক পদে রয়েছেন আব্দুর রহমান দিপু, প্রচার সম্পাদক পদে আনোয়ার ইব্রাহিম বিপ্লব, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো. হুমায়ন কবির, অর্থ সম্পাদক শাহরিয়ার সরকার, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুমন, প্রশিক্ষণ ও লিয়াজোঁ সম্পাদক শফিউল আলম (শামীম), প্রকাশনা সম্পাদক আলিফ নূর নাহিদ, পাঠাগার বিষয়ক সম্পাদক শাহরিয়ার হাসান কল্লোল এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমন।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তিন জন। তারা হলেন- ১। নাইমুল হাসান, ২। মোঃ আব্দুল্লাহ আল নোমান, ৩। আশিকুর রহমান।

সংগঠনটির নয়া সভাপতি মো. আশিকুর রহমান এক প্রতিক্রিয়ায় বাংলা রানার-কে বলেন, “ইতিহাস ঐতিহ্য ঘেরা ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র হিসাবে যে গর্ববোধ ছিল আজ অনেক গুণ বেড়ে গেলো এফ. এইচ হল ডিবেটিং ক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর। দায়িত্বের জায়গায় যাতে নিজের সর্বোচ্চটা দিতে পারে এজন্য সকলের সাহায্য এবং দোয়া কামনা করি।”

সাধারণ সম্পাদক মো. ফাহিম সাকলাইন ত্বকী বলেন, “২৩ বছরে পদার্পণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এই ডিবেটিং ক্লাবটি সবসময় যুক্তি ও মুক্তবুদ্ধির চর্চা করে এসেছে। সেই ধারা অব্যাহত রেখে ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।"

উল্লেখ্য, 'বিতর্কই হোক যৌক্তিক পৃথিবী গড়ার হাতিয়ার' - এই স্লোগানকে সামনে নিয়ে ১৯৯৯ সালের ৬ আগস্ট ফজলুল হক হলের কিছু উদ্যমী তরুণের প্রচেষ্টায় এফ.এইচ. হল ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠিত হয়৷ দীর্ঘ ২৩ বছরের পথচলায় এই ক্লাবটি ১২টি জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব আয়োজন করেছে এবং নিয়মিত বিরতিতে রাহী স্মৃতি বিতর্কের আয়োজন করে থাকে৷

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon