Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

শীতকালীন ত্বকের যত্নে পাঁচ পরামর্শ কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয়
Home / ক্যাম্পাস

নতুন কমিটি

বিএফডিসি’র সভাপতি ইতি, সম্পাদক রুবাইয়া

ঢাবি প্রতিনিধি
রবিবার, ২১ নভেম্বর, ২০২১ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক সংগঠন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ডিবেটিং ক্লাবের (বিএফডিসি) নতুন সভাপতি ইসরাত জাহান ইতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন রুবাইয়া আক্তার। ২০২১-২২ বর্ষের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। ইসরাত জাহান ইতি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং রুবাইয়া আক্তার ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

গত ১৮ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাকিয়া পারভীন এবং ক্লাবের মডারেটর জেমিনি জাবেদ সূচনা নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির পরিচালনা পর্ষদে সহ-সভাপতি হিসেবে সিনথিয়া ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দা মুনিয়া ইসলাম ও ফাতেমা তুজ জোহরা এলি এবং সাংগঠনিক সম্পাদক হিসিবে রয়েছেন জান্নাতুল তাজরিন নিপা।

দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান রুনা, অর্থ সম্পাদক পদে সুমাইয়া সীমা, প্রচার সম্পাদক রাহনুমা তাবাসসুম রাফি, লিয়াঁজো সম্পাদক নাদিয়া মোমেন এবং পাঁচ জনকে কার্যকরী সদস্য করা হয়েছে। তারা হলেন- জারিন সাবা রোজা , ইফ্ফাত আরা ইলমা, সঙ্গীতা বৈদ্য, জয়নব খাতুন ও লিজা আক্তার।

সংগঠনটির নয়া সভাপতি ইসরাত জাহান ইতি এক প্রতিক্রিয়ায় বাংলা রানারকে বলেন, ‘প্রতিষ্ঠাকালীন সময় থেকেই বিএফডিসি বিতর্ক অঙ্গনে একটি পরিচিত নাম। নতুন বিতার্কিক তৈরিসহ সমাজসেবা মূলক বিভিন্ন কাজেও বিএফডিসি উৎসাহ প্রদান করে। বর্তমানে এটি ১৫ জনের একটি পূর্ণাঙ্গ কমিটি নিয়ে গঠিত। নতুন বিতার্কিক তৈরিসহ বিএফডিসি সফল কিছু টুর্নামেন্ট উপহার দিবে বলে প্রত্যয় ব্যক্ত করছি।’

সাধারণ সম্পাদক রুবাইয়া আক্তার বলেন, ‘বিতর্ক এমন একটি জায়গা যেখানে প্রতিনিয়ত মুক্ত বুদ্ধির চর্চা হয়। আর এমন একটি অঙ্গনে নেতৃত্ব দেওয়া একই সাথে গর্বের এবং চ্যালেঞ্জিং। আগামী এক বছরের পথকে সুগম করতে নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত থাকবো সেই অঙ্গীকার নিয়েই এই পদচারণা শুরু করছি।’

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon