ঢাবিতে উজিরপুর উপজেলার শিক্ষার্থী কল্যাণ পরিষদের নতুন কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উজিরপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন (ডুসাউ) এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সজল ডাকুয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ । তারা দুজনেই ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
২০ নভেম্বর, শুক্রবার সংগঠনটির প্রধান উপদেষ্টা ও কর কমিশনার রফিকুল ইসলাম চৌধুরী, ডুসাউ -এর প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন। এর আগে ডুসাউ-এর বিদায়ী কমিটির সভাপতি মো. আল-আমিন ও সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ এই কমিটির সুপারিশ করেন।
কমিটিতে সহ-সভাপতি হয়েছেন শামীম শরীফ এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন মারজিয়া ইসলাম মল্লিকা। নতুন সভাপতি মোঃ সজল ডাকুয়া বলেন, উপদেষ্টা ও সাবেকদের সার্বিক নির্দেশনা মোতাবেক শতভাগ সততা ও একাগ্রতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উজিরপুর উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে ও উজিরপুরের শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করে যাবো আমরা।
সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, ডুসাউ পৌঁছে যাবে উজিরপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ব্যাপারে গ্রামের শিক্ষার্থীদের সার্বিক পরামর্শ দিয়ে সাহায্য করতে চাই আমরা।
আরও পড়ুন আপনার মতামত লিখুন