সভাপতি লিঠা, সম্পাদক নিশাত ও মনি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্যতম বিতর্ক সংগঠন মৈত্রী ডিবেটিং ক্লাব (এমডিসি) নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মনোবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাদেকা ইয়াছমিন লিঠা। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন লোক প্রশাসন বিভাগের নিশাত তাবাসসুম জারিন এবং ইংরেজি বিভাগের মাশরিন জাহান মনি। তারা দুজনই ২য় বর্ষের শিক্ষার্থী।
২০ নভেম্বর নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন মৈত্রী ডিবেটিং ক্লাবের মডারেটর প্রভাষক শারমিন আক্তার ও বিদায়ী সভাপতি শাহিনা জামান রিংকি। বিদায়ী সাধারণ সম্পাদক সাগুফতা বুশরা মিশমা জানিয়েছেন, আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ মেয়াদে এই কমিটি এমডিসি-কে নেতৃত্ব দিবে।
কমিটিতে ২১ জনকে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে এবং আরো ২১ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিচালনা পর্ষদে অন্যান্যদের মধ্যে রয়েছেন শ্যামা দাস, শাওলিন আক্তার, সাদিয়া আফরিন বিন্দু, নিবেদিতা ভট্টাচার্য, শামীমা আক্তার সোমা প্রমুখ।
সংগঠনটির নয়া সভাপতি সাদেকা ইয়াছমিন এক প্রতিক্রিয়ায় বাংলা রানারকে বলেন, ‘মৈত্রী ডিবেটিং ক্লাব আমাদের হৃদয়ের এক লালিত স্বপ্নের নাম। এই স্বপ্নকে আগামীতে টিকিয়ে রাখতে এবং সম্মানিত স্থানে নিতে আমি কাজ করে যেতে চাই নিরন্তর।’
সাধারণ সম্পাদক নিশাত তাবাসসুম জারিন বলেন, ‘মৈত্রী হল ডিবেটিং ক্লাবের সাফল্যের ধারাবাহিকতার সাথে নিজেকে যুক্ত করতে পেরে সন্মানিত বোধ করছি। নতুন এ দায়িত্বকে ভালোবেসে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।’
সাধারণ সম্পাদক মাশরিন জাহান মনি বলেন, ‘মৈত্রী ডিবেটিং ক্লাব আমার অনেক ভালোবাসার একটি সংগঠন। এই ভালোবাসার জায়গা থেকে সবসময় এই সংগঠনকে এগিয়ে নিতে চেষ্টা করেছি। আর এখন যখন ভালোবাসার সাথে দায়িত্ব মিশে গেছে, আশা করি সামনে ভালো কিছু হবে।’
উল্লেখ্য, মৈত্রী ডিবেটিং ক্লাব ২০০৫ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবটি বিতর্ক চর্চা, জ্ঞানার্জন সর্বোপরি বিতার্কিকদের বির্তক অঙ্গণের সঙ্গে জড়িত থাকার ধারা অব্যাহত রেখেছে। বর্তমানে ঘরে-বাইরে বিতর্ক, কর্মশালা, জাতীয় পর্যায়ে বিতর্ক করে ক্রমাগত সুনাম বয়ে আনছে মৈত্রী ডিবেটিং ক্লাব।
আরও পড়ুন আপনার মতামত লিখুন