Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

ভর্তুকি দিয়ে ঢাবির ক্যান্টিনের খাবারের দাম কমানোর দাবি

ঢাবি প্রতিনিধি
সোমবার, ২২ নভেম্বর, ২০২১ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবারের মান বাড়ানো ও  দাম কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর দুপুরে ‘খাবারের দাম কমাও আন্দোলন’ শীর্ষক ব্যনার নিয়ে এ এ বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা ভর্তুকি দিয়ে খাবারের দাম কমানোর দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী কাজী রাকিব হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থী উমামা ফাতেমা, কবি জসিমউদ্দিন হলে ফাহিম শিহাব রেওয়াজ, জগন্নাথ হলের শিক্ষার্থী জিসান অর্ক মারান্ডি, শ্যামজিৎ পাল শুভ্র এবং ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থী আরাফাত সাদ।

সমাবেশে বক্তারা বলেন, ‘হলের ক্যান্টিনগুলোতে প্রতিবেলায় খাবারের জন্য ১০ থেকে ১৫ টাকা অতিরিক্ত খরচ করতে হচ্ছে। একই সাথে খাবারের মানও নিম্নগামী। ভাতের চাল আরো মোটা হয়েছে, ডালের ঘনত্ব আরো কমেছে, পরোটার আকারও কমে গিয়েছে। কিন্তু শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের পরিবারের আয় তো বাড়েনি, বরং করোনা পরবর্তী অর্থনৈতিক বিপর্যয়ে তাদের আয় কমেছে। এমন অবস্থায় খাবারের এই অতিরিক্ত ব্যয় বহন করা আমাদের পক্ষে অসম্ভব, এত খরচ করে টিকে থাকা অসম্ভব। প্রশাসন আমাদের এই অবস্থা ভালো করেই জানে, কিন্তু দাম কমানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না।’

তারা আরো বলেন, ‘হল প্রশাসন ব্যক্তিমালিকের অধীনে ইজারা দিয়ে হল ক্যান্টিনগুলো চালায়। ক্যান্টিনমালিকেরা বেশি লাভের আশায় খাবারের মান একদম কমিয়ে রাখে। বর্তমানে তারা খাবারের দাম বাড়াচ্ছে৷ ক্যান্টিনগুলোর ব্যবস্থাপনা বেসরকারী ভাবে হচ্ছে বলেই তারা মন মতো দাম নির্ধারণ করতে পারছে। তাই আমরা দাবি জানাচ্ছি হল কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে ক্যান্টিনগুলো নিয়ে আনার এবং দাম নিয়ন্ত্রণ করার। একই সাথে খাবার খাতে ভর্তুকী বাড়াতে হবে।’

সমাবেশ থেকে বক্তারা সবাইকে ক্যান্টিনের খাবারের মান বাড়ানো ও  দাম কমানোর আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহবান জানান।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon