ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে ২০ লাখ টাকার অনুদানের একটি চেক প্রদান করেছেন অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ট্রান্সফরমেশন এনাবেলিং প্রজেক্টস এন্ড অর্গানাইজেশন-এর চেয়ারম্যান ড. হাসান ইমাম।
আজ ২২ নভেম্বর ২০২১ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে এই অনুদানের চেক তুলে দেন তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং অধ্যাপক ড. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।।
আরও পড়ুন আপনার মতামত লিখুন