ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্র হিমেল হামিদ নিখোঁজ নন। টাঙ্গাইল জেলা কারাগারে তার সন্ধান মিলেছে। হিমেলের বাবা বিল্লাল শিকদার এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হিমেলের খোঁজ পেয়েছি, সে টাঙ্গাইল কারাগারে আছে। শুনেছি অন্যের হয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল। এ কারণে তাকে ১ মাসের জন্য জেলে দিয়েছে।’
বিশ্ববিদ্যালয় হল থেকে গত শুক্রবার টাঙ্গাইলের সখিপুরে নিজ বাড়ি ফেরার কথা ছিল হিমেলের। তবে এরপর আর পরিবারের সাথে আর কোন যোগাযোগ ছিল না তার। হিমেলের ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়ায় পরিবারের লোকজন উদ্বীগ্ন হয়ে পরে। কোন সন্ধান না পেয়ে গেল শনিবার তার এক চাচাতো ভাই হিমেলের সন্ধান চেয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রি(জিডি) করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকালে হিমেল ঠিকই টাঙ্গাইলে গিয়েছিলেন। টাঙ্গাইল টেক্সটাইল ইন্সটিটিউট সেন্টারে অনুষ্ঠিত খাদ্য বিভাগের সহকারী পরিদর্শক নিয়োগ পরীক্ষায় রেজওয়ান নামের একজনের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েন তিনি। প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে চেহারা না মেলায় তাকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দেওয়া হয়। পরে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে একটি ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল রাব্বী জানান, ‘আটকের পর ওই শিক্ষার্থী তার অপরাধ স্বীকার করলেও নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেননি। সরকারি আদেশ অমান্য করার অপরাধে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
আরও পড়ুন আপনার মতামত লিখুন