Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

ঢাবিেত সুফিয়া কামাল স্মারক বিতর্ক উৎসব সমাপ্ত

ঢাবি প্রতিনিধি
মঙ্গলবার, ০২ আগস্ট, ২০২২ Print


ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘৩য় সুফিয়া কামাল স্মারক বিতর্ক উৎসব ২০২২’ শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল ৩১ জুলাই ২০২২ রবিবার সন্ধ্যায় হল মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের সভাপতি অনুভা আফসানার সভাপতিত্বে অনুষ্ঠানে কবি সুফিয়া কামালের কন্যা ও বিশিষ্ট চারুশিল্পী সাঈদা কামাল এবং হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তৌহিদা রশীদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এছাড়া, অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, হল ডিবেটিং ক্লাবের মডারেটর শেখ জিনাত শারমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ছাত্র প্রতিনিধি তিলোত্তমা শিকদার এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি শেখ মো. আরমান ও সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার তমা বক্তব্য রাখেন। হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম সিম্মী অনুষ্ঠান সঞ্চালন করেন।

অনুষ্ঠানে কবি সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মাহফুজা মাহবুব নওশীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন এলমাতুন সূচিতা মীম।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিতর্ককে মানুষের জীবনের নিত্যদিনের একটি অংশ হিসেবে উল্লেখ করে বলেন, ঘরে-বাইরে সকল ক্ষেত্রেই মানুষ কোন না কোন ভাবে বিতর্কে অংশ নেয়। তিনি বলেন, আমরা বর্তমানে এমন একটি সমাজে বসবাস করছি যেখানে বিতর্ক ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ নেই।  দেশ ও সমাজের উন্নয়নের ধারা সচল রাখতে বিতর্ক, আলোচনা এবং গণতান্ত্রিক চর্চার উপর তিনি গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, এর আগে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে হলে নবনির্মিত বঙ্গবন্ধু কর্নার এবং হল লাইব্রেরির অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তৌহিদা রশীদসহ হলের আবাসিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon