ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ২৭ আগস্ট ২০২২ (১২ ভাদ্র ১৪২৯ বাংলা) শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচি অনুযায়ী, আগামীকাল ২৭ আগস্ট কলাভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে সকাল ৭টা ১৫ মিনটে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে গমন, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে কবি’র সমাধি প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক আলোচনা সভা পরিচালনা করবেন এবং একই বিভাগের অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরী স্মারক বক্তব্য প্রদান করবেন। এছাড়া, সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ-এর নেতৃত্বে বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ নজরুল সংগীত পরিবেশন করবেন।
এছাড়া, জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল ২৭ আগস্ট বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়া’য় কোরানখানি অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন আপনার মতামত লিখুন