অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে
মা বলল—কোন পেপারে কত নাম্বার পেলে ?
হিস্ট্রিতে মম, এইটি ফোর, ম্যাথসে নাইন জিরাে,
মা বলল—ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরাে।
সায়েন্সে ড্যাড, নট সাে ফেয়ার, ওনলি সিক্সটি নাইন,
ইংলিশে জাস্ট নাইনটি টু, অলটুগেদার ফাইন।
জিয়ােগ্রাফির পেপারে তাে হান্ড্রেডে হান্ড্রেড,
ডুবিয়ে দিল বেংগলিটা ভেরি পুয়াের গ্রেড।
ছেলের মাথায় হাত রেখে মা ঠোট বেঁকিয়ে বলে –
নেভার মাইন্ড, বেংগলিটা না শিখলেও চলে।
বাবা বলল–বেশ বলেছ বঙ্গমাতার কন্যে,
বাংলা-টাংলা আমার মতাে অশিক্ষিতের জন্যে।
বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নেহাৎ ছিলেন বােকা,
না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পােকা?
মা বলল—চুপ করাে তাে, ওর ফল্টটা কিসে
স্কুলে কেন বেংগলিটা পড়ায় না ইংলিশে?