ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংলগ্ম সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে চলন্ত রিকশা থেকে পড়ে আহত হয়েছেন রওশনারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা। ছিনতাইকারীরা তার মোবাইল ও টাকাসহ ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে।
২৩ অক্টোবর, রোববার সকাল সাড়ে ৬টা দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, রওশনারা বেগমের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কারাইকোপা গ্রামে। তার স্বামীর নাম আলতাফ হোসেন। কামরাঙ্গীরচর সাঈদনগর এলাকায় মেয়ের জামাই আব্দুল হাকিমের বাসায় ১৫ দিন আগে বেড়াতে এসেছিলেন তিনি।
আব্দুল হাকিম জানান, সকালে তিনি একটি অটোরিকশায় করে তার শাশুড়িকে নিয়ে গুলিস্থানের দিকে যাচ্ছিলেন। সেখান থেকে বাসে করে দুজনই গ্রামের বাড়িতে যাবেন। পথে ঢাবির জগন্নাথ হলের সামনের রাস্তায় পেছন দিক থেকে আসা একটি কালো রঙের প্রাইভেটকার যোগে ছিনতাইকারীরা পাশ থেকে রওশনারার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে তিনি ছিটকে পড়েন রাস্তায়। একটি মোবাইল ফোন ও ৫-৬শ টাকাসহ ব্যাগটি নিয়ে তারা পালিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, ওই নারীর মাথা ও কোমরে আঘাত পেয়েছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে স্বজনরা তাকে প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি ইতিমধ্যেই শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
আরও পড়ুন আপনার মতামত লিখুন