Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

প্রাইভেটকার ব্যবহার করে ঢাবিতে ছিনতাই

ঢাবি প্রতিনিধি
রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংলগ্ম সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে চলন্ত রিকশা থেকে পড়ে আহত হয়েছেন রওশনারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা। ছিনতাইকারীরা তার মোবাইল ও টাকাসহ ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে।

 ২৩ অক্টোবর, রোববার সকাল সাড়ে ৬টা দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, রওশনারা বেগমের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কারাইকোপা গ্রামে। তার স্বামীর নাম আলতাফ হোসেন। কামরাঙ্গীরচর সাঈদনগর এলাকায় মেয়ের জামাই আব্দুল হাকিমের বাসায় ১৫ দিন আগে বেড়াতে এসেছিলেন তিনি।

আব্দুল হাকিম জানান, সকালে তিনি একটি অটোরিকশায় করে তার শাশুড়িকে নিয়ে গুলিস্থানের দিকে যাচ্ছিলেন। সেখান থেকে বাসে করে দুজনই গ্রামের বাড়িতে যাবেন। পথে ঢাবির জগন্নাথ হলের সামনের রাস্তায় পেছন দিক থেকে আসা একটি কালো রঙের প্রাইভেটকার যোগে ছিনতাইকারীরা পাশ থেকে রওশনারার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়। এতে তিনি ছিটকে পড়েন রাস্তায়। একটি মোবাইল ফোন ও ৫-৬শ টাকাসহ ব্যাগটি নিয়ে তারা পালিয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, ওই নারীর মাথা ও কোমরে আঘাত পেয়েছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে স্বজনরা তাকে প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। ঘটনাটি ইতিমধ্যেই শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon