Bangla Runner

ঢাকা , সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই : শেখ হাসিনা বিতর্ক কী? কেন করবো? বিতর্ক + বিনয় = বড় মানুষ ঢাবি ব্যান্ড সোসাইটি’র এগারো সদস্যের নতুন কমিটি ঢাবি ডিবেটিং সোসাইটির সভাপতি মাসুম, সম্পাদক ফুয়াদ  মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ফুয়াদ, সম্পাদক মেহেদী ফ্রান্সের বিপক্ষে জয় পেয়েও শেষ ষোলোয় উঠতে পারলো না তিউনিশিয়া ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর শেষ ষোলোতে অস্ট্রেলিয়া চট্টগ্রামে নেপাল এয়ারলাইন্সের ফ্লাইটের জরুরি অবতরণ ডিআরইউ’র সভাপতি নোমানি, সম্পাদক সোহেল
Home / ক্যাম্পাস

নতুন নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ

ঢাবি প্রতিনিধি
রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ Print


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ভিত্তিক সাহিত্যপ্রেমীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের ২০২২-২৩ বর্ষের জন্য কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তৈমুর রহমান মৃধা এবং সাধারণ সম্পাদক হয়েছেন দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমানউল্লাহ রিয়াজ ।

২৩ অক্টোবর সন্ধ্যায় টিএসসির মুনীর চৌধুরী অডিটোরিয়ামে বার্ষিক কার্যনির্বাহী পর্ষদের সভায় নতুন এই কমিটির অনুমোদন করেন সংগঠনটির মডারেটর ও বাংলা বিভাগের অধ্যাপক হোসনে আরা। এর আগে নতুন কমিটি গঠনের জন্য সুপারিশ করেন  বিদায়ী সভাপতি ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক অসিত দেবনাথ অন্তু। 

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির পরিচালনা পর্ষদে সহ-সভাপতি পদে সুহৃদ সাদিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শ্যামল রায় এবং অর্থ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে ফারহান ইশরাক কে।

সংগঠনটির নয়া সভাপতি তৈমুর রহমান মৃধা এক প্রতিক্রিয়ায় বাংলা রানারকে বলেন, “আমি অত্যন্ত আনন্দিত এবং ধন্য বোধ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সাথে দীর্ঘদিন ধরে আছি। আজ যে গুরু দায়িত্ব পেয়েছি তা আমার সর্বোচ্চটা দিয়ে পালন করার চেষ্টা করব। সাহিত্য চর্চার গুরুত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও সর্বোপরি জনসাধারণের কাছে ছড়িয়ে দিতে চাই "।

সাধারণ সম্পাদক আমানউল্লাহ রিয়াজ বলেন, “আমি সাধার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে সদ্য বিদায়ী কমিটির সকলের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ। আমি সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করতে সচেষ্ট থাকব”।

উল্লেখ্য, 'জন্মাতে চাই প্রাক্তন সময়ের গর্ভে' স্লোগানকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য  সংসদ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যপাঠ ও চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ছাড়াও নিয়মিত পাঠচক্র, বুক রিভিউ প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, পাক্ষিক সাহিত্য আড্ডা, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ডাহুক প্রকাশ, বইমেলা বাৎসরিক গল্প ও প্রবন্ধ সংকলনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon