সভাপতি ফরহাদ এবং সম্পাদক রিয়াজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল ভিত্তিক বিতর্ক সংগঠন কবি জসীমউদ্দীন হল ডিবেটিং ক্লাবের ২০২২-২০২৩ সেশনের কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি করা হয়েছে এসএম ফরহাদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন রিয়াজ উদ্দিন ।
গত ১৮ নভেম্বর কবি জসীমউদ্দিন হল মিলনায়তনে একাদশ জাতীয় আন্তঃক্লাব বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশে ক্লাবটির মডারেটর মো. হাবিবুল্লাহ নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির পরিচালনা পর্ষদে রয়েছেন- সহ-সভাপতি তাজিনুর রহমান ও আরিফ পাটোয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক অলিউল ইসলাম ও মাসুম আব্দুল্লাহ, সাংগাঠনিক সম্পাদক অনিক মিয়া, কোষাধ্যক্ষ রাগীব আনজুম, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন হাসিনুর রহমান, প্রশিক্ষণ ও লিয়াজু সম্পাদক রাশিদুল ইসলাম, অনুষ্ঠান ও অ্যাপায়ন সম্পাদক মারুফ হাসান এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন জায়েদ সানী,ফজলে রাব্বী, সাইফুদ্দিন ও আহমাদুল্লাহ।
বিদায়ী সভাপতি নাইমুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল (এমপি) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর তাওহিদা জাহান।
আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি এসএম রাকিব সিরাজী, বর্তমান সভাপতি শেখ মো. আরমান এবং কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমন প্রমুখ।
আরও পড়ুন আপনার মতামত লিখুন