ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রমজানের সময় (২৪ মার্চ, ২০২৩) জুমার নামাজ আদায় করছেন মুসল্লীরা। ছবি: মোহাম্মদ পনির হোসেন
হেমন্তের শুরুতেই নগরীর ফুটপাতে ও রাস্তার ধারে চুলা নিয়ে বসে যান মৌসুমি পিঠা বিক্রেতারা। গরম গরম চিতই পিঠার মূল আকর্ষণ হরেক রকম ভর্তা। খেজুরের গুড় ও নারকেল দিয়ে তৈরি ভাপা পিঠাও পাওয়া যায় এখানে। ১২ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর হালিশহর থেকে ছবিটি তুলেছেন আজীম অনন
পর্যটক আকর্ষণে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন। ছবি: আজীম অনন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শুরু হয়েছিল ২০১৯ সালের ৩০ ডিসেম্বর। এর ০৩ বছর ০৯ মাস পর ২০২৩ সালের ৭ অক্টোবর এটি উদ্বোধন করা হয়। তৃতীয় টার্মিনালটির নকশা করেছেন বিশ্বের অন্যতম সেরা সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশাকার রোহানি বাহারিন। এনি নির্মাণে ব্যয় হয়েছে ২১ হাজার ৩৯৯ কোটি টাকা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বর্তমানে দৈনিক ৩০-৩৫ হাজার যাত্রী চলাচল করেন। এ হিসাবে দুটি টার্মনাল দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রী যাতায়াত করে থাকেন। তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে আরো ০১ কোটি ২০ লাখ যাত্রীকে সেবা দেয়া সম্ভব হবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
দেশের প্রথম মেট্রোরেলে মোট স্টেশন রয়েছে ১৭টি। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে ১৯ হাজার ৭১৯ কোটি টাকা ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। আর অবশিষ্ট টাকা দিয়েছে বাংলাদেশ সরকার। ছবি: সালাহউদ্দীন রাজু