এক নজরে
ছবি: আইএসপিআর
কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচলের কাঞ্চন ব্রিজ পর্যন্ত সাড়ে ১২ কিলোমিটার সড়ক। এর মধ্যে কুড়িল থেকে বালু নদ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার সড়কটি ১২ লেনবিশিষ্ট, যেখানে আট লেন সড়ক এক্সপ্রেসওয়ে। বাকি চার লেন স্থানীয় যানবাহন চলাচলের জন্য সার্ভিস রোড। এছাড়া বালু নদ থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ছয় কিলোমিটার সড়কটি ১০ লেনের।
এর মধ্যে ছয় লেন এক্সপ্রেসওয়ে। বাকি চার লেন সার্ভিস রোড। ‘পূর্বাচল এক্সপ্রেসওয়ে’ প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রগতি সরণি ও বিমানবন্দর সড়কের সঙ্গে পূর্বের ইস্টার্ন বাইপাসকে সংযুক্ত করা সড়কটি দেশের প্রশস্ততর আর দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় এক্সপ্রেসওয়ে।
লেক খনন: ২৬ কিলোমিটার
ওয়াকওয়ে: ৩৬.৮ কিলোমিটার
আর্চ ব্রিজ: ১৩টি
সীমানা প্রাচীর: ১২.৫ কিলোমিটার
ব্রিজ: ১২টি
ফুটওভার ব্রিজ: ৫টি
ইন্টারসেকশন: ৫টি
সড়ক বাতি: ১১৭০টি
আন্ডারপাস: ৬টি
সাবস্টেশন: ১১টি