Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / ক্যাম্পাস

প্রতিটি বিভাগ ও হলে প্রতিনিধি নিবে ডিইউ টাইমজ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৩ জুলাই, ২০১৯ Print


প্রতিনিধি আহ্বান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ক্যাম্পাস ভিত্তিক অনলাইন পোর্টাল ডিইউ টাইমজ। ৭ জুলাই থেকে আগামী ১৫ জুলাই পর্যন্ত আগ্রহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে প্রতিনিধি হতে পারবেন। প্রতিটি বিভাগ, অনুষদ, ইনস্টিটিউট এবং হল থেকে কমপক্ষে একজন করে প্রতিনিধি নির্বাচিত করা হবে।

৬ জুলাই, শনিবার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ পোর্টালটির সভাপতি সাইফুল ইসলাম খান এ খবর জানিয়েছেন। তিনি জানান, ‘‘আবেদনের পর নির্বাচিতদের নিয়ে প্রশিক্ষণ এবং বিনামূল্যে কর্মশালার আয়োজন করা হবে।” 

আর আবেদনের জন্য ডিউটাইমজের (www.dutimz.net) ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে তা à¦¯à¦¥à¦¾à¦¯à¦¥à¦­à¦¾à¦¬à§‡ পূরণ করে জমা দিতে হবে। এ ছাড়াও à¦¡à¦¿à¦‰à¦Ÿà¦¾à¦‡à¦®à¦œ এর অফিস কক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্যাডোর স্টেশনারি দোকান à¦¥à§‡à¦•ে à¦«à¦°à¦® সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

ফরমের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে প্রার্থীদের। à¦•োন জিজ্ঞাসার জন্য ০১৫২১-৩০৬৯৫৬ অথবা ০১৬২০-৬১৬১৮৬ নাম্বারে এবং info@dutimz.net ই-মেইল ঠিকানায় আগ্রহীরা যোগাযোগ করতে পারবেন।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon