Bangla Runner

ঢাকা , শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪ | বাংলা

শিরোনাম

গ্রীষ্ম, বর্ষা না বসন্ত কোন ঋতু সেরা?  এফ রহমান ডিবেটিং ক্লাবের সভাপতি শাখাওয়াত, সম্পাদক আশিক বিভিন্ন পত্রিকায় লেখা পাঠানোর ই-মেইল বিশ্বের সবচেয়ে দামি ৫ মসলা Important Quotations from Different Disciplines স্যার এ এফ রহমান: এক মহান শিক্ষকের গল্প ছয় সন্তানকে উচ্চ শিক্ষত করে সফল জননী নাজমা খানম ‘সুলতানার স্বপ্ন’ সাহিত্যকর্মটি কি নারীবাদী রচনা? কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন
Home / বাংলাদেশ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক:

“রাজাকারদের তালিকা প্রকাশের ঘোষণা দেওয়া পর শত শত টেলিফোন এসেছে”

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ Print


29K

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, ‘‘কিছুদিন আগে রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে এমণ ঘোষণা দেওয়া হয়েছিল। এরপর আমার কাছে শত শত টেলিফোন আসে। এই ঘোষণার পর অনেকে আতঙ্কিত হয়ে পরেন। তবে আমি বলতে চাই এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা নতুন করে রাজাকারদের তালিকা তৈরি করছি না। ১৯৭১ সালের যে তালিকা আমাদের কাছে সংরক্ষিত আছে সেটিই প্রকাশ করা হবে।’’

রোববার, ১২ ডিসেম্বর ঢাকার গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী ‘সেলুলয়েডে ৭১’ শীর্ষক মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে এই চলচ্চিত্র উৎসব ২১ ডিসেম্বর পর্যচন্ত চলবে। এতে প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধ বিষয়ক ১৩টি চলচ্চিত্র। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যনন্ত চলচ্চিত্র দেখানো হবে। 

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘‘মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব শুধু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একার নয়। এটি একটি সার্বজনীন দায়িত্ব। যার যার অবস্থান থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস দেশব্যাপী তুলে ধরা উচিত। আমরা সবসময় মুক্তিযুদ্ধের কথা বললেও রাজাকারদের কথা তেমন একটা বলি না। মুক্তিযুদ্ধে রাজাকারদের ঘৃণ্য ভুমিকার কথাও তুলে ধরতে হবে।’’ 

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon