Bangla Runner

ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | বাংলা

শিরোনাম

গ্রীষ্ম, বর্ষা না বসন্ত কোন ঋতু সেরা?  এফ রহমান ডিবেটিং ক্লাবের সভাপতি শাখাওয়াত, সম্পাদক আশিক বিভিন্ন পত্রিকায় লেখা পাঠানোর ই-মেইল বিশ্বের সবচেয়ে দামি ৫ মসলা Important Quotations from Different Disciplines স্যার এ এফ রহমান: এক মহান শিক্ষকের গল্প ছয় সন্তানকে উচ্চ শিক্ষত করে সফল জননী নাজমা খানম ‘সুলতানার স্বপ্ন’ সাহিত্যকর্মটি কি নারীবাদী রচনা? কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন
Home / বাংলাদেশ

উপজেলা চেয়ারম্যানের প্রশংসনীয় উদ্যোগ:

হট লাইনে ফোন করলেই পৌঁছে যাচ্ছে ত্রাণ

এম তারেক আহমেদ
সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ Print


37K

করোনা ঝুঁকির মধ্যে ভৈরবের à¦•à§à¦²à¦¿à§Ÿà¦¾à¦°à¦šà¦° উপজেলায় এক অন্যরকমের সহায়তার উদ্যোগ নিয়েছেন উপজেলা চেয়ারম্যান ইয়াসীর মিয়া। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে অসহায় মানুষের ঘরে ঘরে দিচ্ছেন বিভিন্ন খাদ্য সামগ্রী। 

জানা যায়, স্থানীয় জনপ্রতিনিধিদের হাত হয়ে অসহায় মানুষদের কাছে ত্রাণ পৌঁছাতে নানা ধরনের রাজনৈতিক জটিলতা সৃষ্টি হতে পারে বিধায়, তিনি নিজ উদ্যোগে এবং ব্যক্তিগত খরচে খুলেছেন হটলাইন সার্ভিস। যে কেউ ইচ্ছামত ফোন করে সাহায্য চাইতে পারেন। আর ঐ এলাকার বিভিন্ন মেডিকেল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা সেই নামগুলো à¦¯à¦¾à¦šà¦¾à¦‡ করে à¦¸à¦¾à¦¹à¦¾à¦¯à§à¦¯ পৌঁছে দিচ্ছেন প্রার্থীর ঘরে।

ত্রাণ সাহায্যের মধ্যে à¦¥à¦¾à¦•à¦›à§‡- ৫ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি ডাল, ১/২ কেজি সয়াবিন তেল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ এবং ১টি à¦¬à¦² সাবান। আর এভাবে প্রত্যেকটা ইউনিয়নে প্রশংসার à¦¸à¦¾à¦¥à§‡ সংগ্রাম করে যাচ্ছে একঝাঁক তরুণ। অসহায়ের ঘরে প্রতিদিন পৌঁছে যাচ্ছে তাদের ত্রাণ সামগ্রী। 

গত এক সপ্তাহ যাবত এভাবেই চলছে ব্যক্তিগত উদ্যোগে চলা উপজেলা চেয়ারম্যানের ত্রাণ বিতরণ কার্যক্রম। এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে ত্রাণ। কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার প্রতিটি ইউনিয়ন ঘুরে সরেজমিনে দেখা গেছে, à¦¤à§à¦°à¦¾à¦£ নিয়ে তরুণদের কর্মব্যস্ততা। যাচাই বাছাইয়ে এমন মেধাবীদের কাজে লাগানোয় অপেক্ষাকৃত বেশী স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে অসহায়দের শনাক্ত করণ কার্যক্রমে। আর এতে সন্তোষ প্রকাশ করছেন ত্রাণ গ্রহীতারা। কোনো না কোনো আবদারে সারাদিন ব্যস্ত থাকছে হটলাইন নাম্বার।

উপজেলা চেয়ারম্যান ইয়াসীর মিয়া বলেন, "এটি à¦†à¦®à¦¾à¦° ব্যক্তিগত উদ্যোগে করা এবং তথ্য যাচাই বাছাইয়ে সত্যতা নিশ্চিত করে দিচ্ছে ঐ এলাকায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী শিক্ষার্থীরা। এই সময়ে তরুণদের এই শ্রমকে সাধুুুুবাদ à¦œà¦¾à¦¨à¦¾à¦‡à¥¤" পরিস্থিতির উপর ভিত্তি করে ত্রাণ কার্যক্রম দীর্ঘমেয়াদী হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই জনপ্রতিনিধি।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon