Bangla Runner

ঢাকা , বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

বিশ্বের বৃহত্তম সাত স্টেডিয়াম যুদ্ধ লাগলেই কেন বাড়ে স্বর্ণের দাম? তথ্যপঞ্জী লেখার নিয়ম বিতর্কের বিষয় ব্যাংক বিতর্কে শব্দ ব্যবহারে সচেতন হতে হবে একজন ভাল লেখক হতে চাইলে এক নজরে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নজরে সুন্দরবন পরাগায়ন কাকে বলে? শৈবাল কী?
Home / সারাদেশ

রায়পুরায় এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

নরসিংদী প্রতিনিধি
মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ Print


নরসিংদীর রায়পুরায় পরীক্ষায় ফেল করায় সাদিয়া আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর  ১ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুনগরে এ ঘটনা ঘটে। সাদিয়া উপজেলার সাধুনগর গ্রামের জাহিরের বাড়ির কৃষক সোহরাফ মিয়ার মেয়ে। 

সে এবারের এসএসসি পরীক্ষায় আলহাজ বজলুল হক জে এম উচ্চ বিদ্যালয় (জয়নগর) থেকে মানবিক বিভাগে অংশ নেয়। এতে ইংরেজি দ্বিতীয় ও গণিত বিষয়ে কম নাম্বার পেয়ে অকৃতকার্য হয়।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, সাদিয়া গত সোমবার সহপাঠীদের সাথে বিদ্যালয়ে এসে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পান। বাড়িতে এসে কান্না কাটি করতে দেখে প্রতিবেশী ও স্বজনরা শান্তনা দেন। রাতে ওই শিক্ষার্থী বড় বোনকে মুঠোফোনে মন খারাপের বিষয়টি জানান। ওই খবর শুনে শ্বশুর বাড়ি থেকে মঙ্গলবার দুপুরে বাবার বাড়ি এসে ঘরের দরজা বন্ধ দেখতে পায় তার বোন। 

ঘরের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করে ওই কিশোরীর সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে। পরে স্বজনরা তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। 

পরে স্থানীয়রা রায়পুরা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রায়পুরা থানার উপপরিদর্শক মো নাসির উদ্দিন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

ধারণা করা হচ্ছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় একা ঘরে ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে।

রায়পুরা থানার উপপরিদর্শক মো নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।   

বিআর/ রনি

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon