Bangla Runner

ঢাকা , সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই : শেখ হাসিনা বিতর্ক কী? কেন করবো? বিতর্ক + বিনয় = বড় মানুষ ঢাবি ব্যান্ড সোসাইটি’র এগারো সদস্যের নতুন কমিটি ঢাবি ডিবেটিং সোসাইটির সভাপতি মাসুম, সম্পাদক ফুয়াদ  মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ফুয়াদ, সম্পাদক মেহেদী ফ্রান্সের বিপক্ষে জয় পেয়েও শেষ ষোলোয় উঠতে পারলো না তিউনিশিয়া ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর শেষ ষোলোতে অস্ট্রেলিয়া চট্টগ্রামে নেপাল এয়ারলাইন্সের ফ্লাইটের জরুরি অবতরণ ডিআরইউ’র সভাপতি নোমানি, সম্পাদক সোহেল
Home / সারাদেশ

সোনাগাজীতে সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ Print


সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়াডের দৌলতকান্দি গ্রামের পানেরবর মোড় থেকে দৌলতকান্দি দাখিল মাদ্রাসা হয়ে শুক্কুরের দোকান মোড় পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের পাকাকরণ কাজ  পরিদর্শন করেছেন মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু। 

বুধবার (৩০ নভেম্বর) সকালে তিনি ওই সড়ক পরিদর্শন করেন। এসময় ঠিকাদার কামরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১৫৫০ মিটার (দেড় কিলোমিটার) সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে ১ কোটি ২০ লক্ষ টাকা।

পানেরবর মোড়ের দোকান মালিক মো. আমিন উল্লাহ বলেন, এই সড়কটি পাকা হওয়াতে এই এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হয়েছে। এলাকার মানুষ সবাই অনেক খুশি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি। এই সড়কটি পাকা করে দিবে বলে অনেকেই আমাদের আশা দিয়েছিলেন, কেউ কথা রাখেননি। আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব কথা রেখেছেন।

সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু বলেন, এই সড়কটি দীর্ঘদিন থেকেই অবহেলিত। আমি অনেক চেষ্টা করে এই সড়কটি পাকা করতে সক্ষম হয়েছি। যারা এই সড়কটি পাকা করনে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিআর/ রনি

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon