Bangla Runner

ঢাকা , সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ | বাংলা

শিরোনাম

বিখ্যাতদের ১০ উক্তি টিআইবির দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাঁদাবাজ বদল হয়েছে, চাঁদাবাজী সিস্টেমের কোনো বদল আসেনি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি রম্য বিতর্ক: ‘কুরবানীতে ভাই আমি ছাড়া উপায় নাই!’ সনাতনী বিতর্কের নিয়মকানুন গ্রীষ্ম, বর্ষা না বসন্ত কোন ঋতু সেরা?  বিভিন্ন পত্রিকায় লেখা পাঠানোর ই-মেইল বিশ্বের সবচেয়ে দামি ৫ মসলা Important Quotations from Different Disciplines
Home / পাঁচমিশালি

খনার বচন

রানার ডেস্ক
শনিবার, ১১ মে, ২০২৪ Print


63K

খানার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া। আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে খনা নামে জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বাঙালি নারী এসব ছড়া রচনা করেন। পাঠকদের জন্য কৃষি, আবহাওয়া সম্পর্কিত কিছু খনার বচন নিচে তুলে ধরা হলো-

* আউশ ধানে চাষ লাগে তিন মাস। 
* আগে খাবে মায়ে, তবে পাবে পোয়ে।
* আম নিম জামের ডালে, দাঁত মাজও কুতুহলে।
* আমে ধান তেতুলে বান

* আষাঢ় মাসে বান্ধে আইল তবে খায় বহু শাইল।
* আলো হাওয়া বেধঁ না, রোগে ভোগে মরো না।
* উনা ভাতে দুনা বল, অতি ভাতে রসাতল।
*উঠান ভরা লাউ শসা ঘরে তার লক্ষ্মীর দশা।

* একে তো নাচুনী বুড়ি, তার উপর ঢোলের বারি।
* কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত।
* কাচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস।
* কাল ধানের ধলা পিঠা, মা'র চেয়ে মাসি মিঠা।

* ক্ষেত আর পুত, যত্ন বিনে যমদূত।
* খনা ডেকে বলে যান রোদে ধান ছায়ায় পান।
* খাঁদা নাকে আবার নথ!
* খালি পেটে পানি খায় যার যার বুঝে খায়।

* গাছগাছালি ঘন রোবে না, গাছ হবে তার ফল হবে না।
* গাছে গাছে আগুন জ্বলে, বৃষ্টি হবে খনায় বলে।
* গোবর দিয়া কর যতন, ফলবে দ্বিগুন ফসল রতন
* ঘোল, কুল, কলা তিনে নাশে গলা।

* চালায় চালায় কুমুড় পাতা, লক্ষ্মী বলেন আছি তথা।
* ছায়া ভালো ছাতার তল, বল ভালো নিজের বল।
* তাল বাড়ে ঝোপে খেজুর বাড়ে কোপে।
* তেলা মাথায় ঢালো তেল, শুকনো মাথায় ভাঙ্গ বেল।

* তিন শাওনে পান এক আশ্বিনে ধান।
* দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।
* দিনের মেঘে ধান, রাতের মেঘে পান।
* দিনে রোদ রাতে জল দিন দিন বাড়ে ধানের বল।
* না পাইয়া পাইছে ধন বাপে পুতে কীর্তন।

* নিজের বেলায় আটিগাটি, পরের বেলায় চিমটি কাটি।
* নিত্যি নিত্যি ফল খাও, বদ্যি বাড়ি নাহি যাও।
* পটল বুনলে ফাগুনে, ফলন বাড়ে দ্বিগুণে।
* পাঁচ রবি মাসে পায়, ঝরা কিংবা খরায় যায়।
* ফাল্গুনে না বুলে ওল, শেষে হয় গণ্ডগোল।

* বার বছরে ফলে তাল, যদি না লাগে গরুর নাল।
* বিপদে পড়ে নহে ভয় অভিজ্ঞতায় হবে জয়।
* বিশ হাত করি ফাঁক, আম কাঁঠাল পুঁতে রাখ।
* বেল খেয়ে খায় পানি জির কয়, জির বলে মইলাম আমি।

* বেঙ ডাকে ঘন ঘন শীঘ্র হবে বৃষ্টি জান।
* ভাত দেবার মুরোদ নাই, কিল দেবার গোসাঁই।
* মঙ্গলে ঊষা বুধে পা যথা ইচ্ছ তথা যা।
* মিললে মেলা, না মিললে একলা একলা ভালা।

* মেয়ে নষ্ট ঘাটে, ছেলে নষ্ট হাটে।
* যদি থাকে বন্ধুর মন গাং সাঁতরাইতে কতক্ষণ।
* যদি হয় চৈতে বৃষ্টি তবে হবে ধানের সৃষ্টি।
* যুগরে খাইছে ভূতে বাপরে মারে পুতে।

* শোন শোন চাষি ভাই, সার না দিলে ফসল নাই।
* সকাল শোয় সকাল ওঠে তার কড়ি না বৈদ্য লুটে।
* সবলা গরু সুজন পুত রাখতে পারে খেতের জুত।
* সমানে সমানে দোস্তি, সমানে সমানে কুস্তি।
* সেচ দিয়ে করে চাষ, তার সবজি বার মাস।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon