Bangla Runner

ঢাকা , শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | বাংলা

শিরোনাম

গ্রীষ্ম, বর্ষা না বসন্ত কোন ঋতু সেরা?  এফ রহমান ডিবেটিং ক্লাবের সভাপতি শাখাওয়াত, সম্পাদক আশিক বিভিন্ন পত্রিকায় লেখা পাঠানোর ই-মেইল বিশ্বের সবচেয়ে দামি ৫ মসলা Important Quotations from Different Disciplines স্যার এ এফ রহমান: এক মহান শিক্ষকের গল্প ছয় সন্তানকে উচ্চ শিক্ষত করে সফল জননী নাজমা খানম ‘সুলতানার স্বপ্ন’ সাহিত্যকর্মটি কি নারীবাদী রচনা? কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন
Home / উক্তি

ব্রিজ ভেঙ্গে ট্রেন খালে, ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৪ জুন ২০১৯ Print


31K

ঢাকাগামী আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের ব‌গি লাইনচ্যুত হয়ে খালে ছিটকে পড়ে ৬ জন নিহত ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেলক্রসিং এলাকায় সেতু ভেঙে ঢাকাগামী উপবনের ৬টি বগি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম বলেন, ‘‘ট্রেন দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে। উদ্ধার কাজে à¦¦à¦®à¦•à¦² বাহিনীর ১২টি ইউনিট কাজ করেছে।’’

জানা গেছে, নিহতদের মধ্যে তিনজন নারী ও তিন জন পুরুষ।  à¦°à¦¾à¦¤à§‡ ঢাকার উদ্দেশ্য যাত্রী নিয়ে সিলেট স্টেশন ছেড়ে আসে ওই ট্রেনটি। পথে এ দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এদিকে রাতের আধাঁরে ঘটা এই দুর্ঘটনার সুযোগ নিয়েছে কিছু অসৎ লোক। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উয়ারদৌস হাসান জানিয়েছেন,  মালামালসহ সন্দেহজনক হিসেবে কয়েক জনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা à¦¸à§à¦¯à§‹à¦— সন্ধানী চোর। à¦…ন্যদিকে উৎসুক জনতার ফেসবুক লাইভের কারণেও শুরুর দিকে উদ্ধার কার্যক্রম কিছুটা à¦¬à§à¦¯à¦¹à¦¤ হয়।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon