Bangla Runner

ঢাকা , শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | বাংলা

শিরোনাম

গ্রীষ্ম, বর্ষা না বসন্ত কোন ঋতু সেরা?  এফ রহমান ডিবেটিং ক্লাবের সভাপতি শাখাওয়াত, সম্পাদক আশিক বিভিন্ন পত্রিকায় লেখা পাঠানোর ই-মেইল বিশ্বের সবচেয়ে দামি ৫ মসলা Important Quotations from Different Disciplines স্যার এ এফ রহমান: এক মহান শিক্ষকের গল্প ছয় সন্তানকে উচ্চ শিক্ষত করে সফল জননী নাজমা খানম ‘সুলতানার স্বপ্ন’ সাহিত্যকর্মটি কি নারীবাদী রচনা? কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন
Home / স্বাস্থ্য

চিকিৎসকের উপর হামলার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ

মদের বিষক্রিয়ায় রোগী মরে গেলে, মাতালের বন্ধুরা ডাক্তারকে কোপাবে?

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯ Print


29K

খুলনায় কর্তব্যরত চিকিৎসকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছেন চিকিৎসকরা।  à§¯ সেপ্টেম্বর বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি এন্ড রাইটস এর ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। 

এ সময় বক্তারা ডাক্তার সুজা উদ্দীনের ওপর সন্ত্রাসী হামলার সুষ্ঠ বিচার দাবি করেন। কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের দ্রুত পদক্ষেপ নেয়ারও দাবি জানান তারা। গত শনিবার খুলনার খালিশপুরে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে কর্তব্যরত চিকিৎসকে মারধর করে রোগীর স্বজনরা।

সমাবেশে উপস্থিত হয়ে মিডিয়া ব্যক্তিত্ব ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. আব্দুন নূর তূষার বলেন, ডাক্তার যে অপরাধ করে না এমন কোন কথা নাই। কিন্তু কোন তথ্য, প্রমাণ স্বাক্ষ্য ব্যতিরেখে কেউ কারো গায়ে হাত তুলবে এটা ঠিক নয়। ফলে যে কাজটা এখন হচ্ছে সেটা একটা অন্যায় কাজ। বিভিন্ন জায়গায় ডাক্তারদের ওপর আক্রমণ করা হচ্ছে। এটা খুবই অন্যায়, খুবই অমানবিক। ডাক্তাররা ভয় পায় তাদের দায়িত্ব পালন করতে।

এফডিএসআর -এর এই মহাসচিব বলেন, উচ্চ শিক্ষিত ডাক্তার যারা, তাদেরকে গ্রামে যাওয়ার বাঁধা দেওয়ার একটা চক্রান্তা। ফলে ডাক্তার গ্রামে যায় না এটা যেমন একটা অভিযোগ তেমনি এটাও ঠিক যে, ডাক্তার যখন তার দায়িত্ব পালন করতে গ্রামে যায় তখন এলাকার মাস্তান, এলাকার গুন্ডা-পান্ডা ডাক্তারের উপর আক্রমণ করে। আক্রমণ করে এই কারণে যে, চিকিৎসা তাদের পছন্দ হয় নাই!

তিনি আরো বলেন, নিরাপত্তা প্রতিটি নাগরিকের অধিকার। ডাক্তার কেন নিরাপত্তা পাবে না? কেন মদের বিষক্রিয়ায়, হার্ট অ্যাটাকে রোগী মরে গেলে, মাতালের বন্ধুরা ডাক্তারকে কোপাবে? এরা কারা? এদের পরিচয় কি? সকল চিকিৎসকের উচিত একসাথে বলা , চিকিৎসক না বাঁচলে রোগী বাঁচাবে কে?

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon