শিখনীয় গল্প
এক লোক আগুনের মধ্যে থেকে একটি সাপকে পুড়তে দেখে আগুন থেকে সাপটি মুক্ত করার সিদ্ধান্ত নেয়। সাপটিকে ধরার সঙ্গেই লোকটিকে কামড় দেয়! লোকটি প্রচন্ড যন্ত্রণায় তাৎক্ষণিক সাপটিকে ফেলে দেয় আবার জ্বলন্ত শিখায়।
তখন লোকটি চারদিকে তাকিয়ে একটি ধাতব কাঠি খুঁজে পায়, আগুনের শিখা থেকে সাপটিকে বাঁচাতে কাঠিটি ব্যবহার করে! এক ব্যাক্তি ঘটনাটি দেখে লোকটিকে জিজ্ঞেস করলো,এই সাপটি আপনাকে কামড়ালো তারপরও আপনি কেন তার জীবন বাঁচানোর চেষ্টা করছেন?
লোকটি জবাব দেয়: সাপের স্বভাব কামড়ানো, তবে এটি আমার স্বভাব পরিবর্তন করবে না, আর আমার স্বভাব হচ্ছে সাহায্য করা! কারো আঘাতের কারণে আপনার স্বভাবের পরিবর্তন করবেন না, আপনার মনের পবিত্রতাকে হারাবেন না, ভালোবাসার মাধ্যমেই সাবধানতার সাথে কাজ করতে শিখুন।
আরও পড়ুন আপনার মতামত লিখুন