তোরা কে কোথায় সব
মুজিব মুজিব ডাক উঠেছে, মুজিব মুজিব রব,
ওরে মুজিব মুজিব রব
তোরা কে কোথায় সব
জয় বাংলার স্লোগান তুলে, চলরে আগে চল
লাল-সবুজের স্বাধীন পতাকা দিয়েছে কে তোকে বল,
ওরে দিয়েছে কে তোকে বল।
ওরে কার ঘোষণায় পেয়েছে এ জাতি মুক্তির ভৈরব
তোরা কে কোথায় সব
মুজিব মুজিব ডাক উঠেছে, মুজিব মুজিব রব,
ওরে মুজিব মুজিব রব
তোরা কে কোথায় সব
ষড়যন্ত্রের ঘৃণ্য পশুরা আজও ওৎ পেতে আছে
জাগরণ বেলা শেষ হয়ে এলো, নেই তো সময় কাছে
ওরে নেই তো সময় কাছে
ওরে সত্যের কাছে হেরে যাবে সব মিথ্যার কলরব।
তোরা কে কোথায় সব
মুজিব মুজিব ডাক উঠেছে, মুজিব মুজিব রব,
ওরে মুজিব মুজিব রব
তোরা কে কোথায় সব
যে স্বাধীনতা পেয়েছি আমরা তুমুল যুদ্ধ জয়ে,
সেই স্বাধীনতা করবো রক্ষা জীবনের বিনিময়ে,
ওরে জীবনের বিনিময়ে
ওরে মুজিবের লাগি পেয়েছি আজকে বাঙালির গৌরব
তোরা কে কোথায় সব
মুজিব মুজিব ডাক উঠেছে, মুজিব মুজিব রব,
ওরে মুজিব মুজিব রব
তোরা কে কোথায় সব
কথা ও সুর: তানজিন আল আলামিন
আরও পড়ুন আপনার মতামত লিখুন