Bangla Runner

ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | বাংলা

শিরোনাম

গ্রীষ্ম, বর্ষা না বসন্ত কোন ঋতু সেরা?  এফ রহমান ডিবেটিং ক্লাবের সভাপতি শাখাওয়াত, সম্পাদক আশিক বিভিন্ন পত্রিকায় লেখা পাঠানোর ই-মেইল বিশ্বের সবচেয়ে দামি ৫ মসলা Important Quotations from Different Disciplines স্যার এ এফ রহমান: এক মহান শিক্ষকের গল্প ছয় সন্তানকে উচ্চ শিক্ষত করে সফল জননী নাজমা খানম ‘সুলতানার স্বপ্ন’ সাহিত্যকর্মটি কি নারীবাদী রচনা? কম্পিউটারের কিছু শর্টকাট ভালো চাইলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করুন
Home / ফুটবল

কোপায় ধোকা খেল মেসিরা, কলম্বিয়ার কাছে ২-০ গোলের হার

ক্রীড়া ডেস্ক
সোমবার, ১৭ জুন ২০১৯ Print


38K

আর্জেন্টিনাকে à§§à§¯à§¯à§¯ সালের পর কোপার কোন আসরেই হারাতে পারেনি কলম্বিয়া। দীর্ঘ সেই আক্ষেপের অবসান ঘটল রোববার ভোরে অ্যারিনা ফন্তে নোভা স্টোডিয়ামে। কোপা আমেরিকার ৪৬তম আসরের শুরুতেই লিওনেল মেসিদের ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে কলম্বিয়া।

 à¦—্রুপ পর্বের প্রথম ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।। বিরতির পর মার্টিনেজ ও জাপাতার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে হামেস রদ্রিগেজের কলম্বিয়া। কোপা আমেরিকার গত দুই আসরের ফাইনালে হারা আর্জেন্টিনা প্রথমার্ধে বল দখলে পিছিয়ে ছিল। শুরু থেকেই ছন্দহীন, আক্রমণগুলো জোরালো করতে পারেনি লিওনেল স্কালোনির দল। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্জেন্টিনা গোলের সুযোগ পায়। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের শট। ৬৬তম মিনিটে ম্যাচের সেরা সুযোগ হারায় মেসিরা। ওটামেন্ডির হেড গোলরক্ষক ঠিকমত ঠেকাতে পারেননি। ফলে মেসি বল পেলেও লক্ষ্যভ্রষ্ট হেড করেন।

আর্জেন্টিনার রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে পাল্টা আক্রমণে কলম্বিয়ার ফরোয়ার্ড মার্টিনেস গোল করেন । আর ম্যাচের ৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দেন সাপাতা। গোল ব্যবধান বেড়ে যখন ২-০। তখন বাড়তি ঝুকি না নিয়ে বাকি সময় রক্ষণাত্মক খেলে কাটিয়ে দেয় কলম্বিয়া। ফলে ম্যাচ শেষে নিজেদের ঘরে জয় তুলে নেয় কলম্বিয়া।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon