Bangla Runner

ঢাকা , সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই : শেখ হাসিনা বিতর্ক কী? কেন করবো? বিতর্ক + বিনয় = বড় মানুষ ঢাবি ব্যান্ড সোসাইটি’র এগারো সদস্যের নতুন কমিটি ঢাবি ডিবেটিং সোসাইটির সভাপতি মাসুম, সম্পাদক ফুয়াদ  মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ফুয়াদ, সম্পাদক মেহেদী ফ্রান্সের বিপক্ষে জয় পেয়েও শেষ ষোলোয় উঠতে পারলো না তিউনিশিয়া ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর শেষ ষোলোতে অস্ট্রেলিয়া চট্টগ্রামে নেপাল এয়ারলাইন্সের ফ্লাইটের জরুরি অবতরণ ডিআরইউ’র সভাপতি নোমানি, সম্পাদক সোহেল
Home / স্মরণীয় বরণীয়

শিক্ষক দিবসে তুলে ধরছি একজন মহান শিক্ষককে

হাবিবুর রহমান
শনিবার, ০৫ অক্টোবর, ২০১৯ Print


আজ বিশ্ব শিক্ষক দিবস। এই দিনে সবার কাছে তুলে ধরছি একজন মহান শিক্ষক ও লিগাল ফিলোসোফারকে। প্রফেসর ডক্টর মাইমুল আহসান খান  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক,  কিন্তু তার চিন্তার জগত পৃথিবীজুড়ে বিস্তৃত।  

সোভিয়েত রাশিয়ায় পড়াশোনা করেছেন, ১৯৮৫ সালে  পিএইচডি করেছেন আইনশাস্ত্রের সবচেয়ে বেসিক বিষয় জুরিস্প্রুডেন্সের উপরে। অধ্যাপনা করেছেন বাংলাদেশ, রাশিয়া, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক নামকরা বিশ্ববিদ্যালয়ে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

বাংলা, রাশান এবং ইংরেজি মিলিয়ে বই লিখেছেন বিশের অধিক। আইন, অর্থনীতি এবং ভূ-রাজনীতি সম্পর্কে অগাধ জ্ঞানের অধিকারী। কিন্তু সবকিছুকে ছাপিয়ে যায় তার অসাধারণ বিনয়ী আচরণ এবং আন্তরিক ব্যবহার। এতবড় স্কলার হয়েও একজন প্রথম বর্ষের শিক্ষার্থীর সাথেও  যেরকম আন্তরিকতা নিয়ে কথা বলেন, নানা প্রশ্নের  উত্তর দেন তা বর্তমানে খুবই বিরল।

আইনের একাডেমিক জগতে তাকে বলা হয় 'প্রফেসর আব্দুর রাজ্জাক অফ ল'। শিক্ষক দিবসে  স্যারের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। “The mediocre teacher tells. The good teacher explains. The superior teacherdemonstrates. The great teacher inspires.”

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon