বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে দু’টি ক্যাটাগরিতে আলোকচিত্র/ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট আলোকচিত্র/ফটোগ্রাফ আহ্বান করা হচ্ছে। উভয় ক্যাটাগরি থেকে তিনটি ছবির জন্য শ্রেষ্ঠ পুরষ্কার এবং পাঁচটি ছবির জন্য সম্মানসূচক পুরস্কার দেয়া হবে। উভয় ক্যাটাগরি থেকে বাছাইকৃত ১০০টি ছবি নিয়ে ১-৩ নভেম্বর, ২০২১ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং একটি অ্যালবাম প্রকাশিত হবে।
ছবির বিষয়বস্তু:
• ক্যাম্পাসের পরিবেশ
• ক্যাম্পাসের জীববৈচিত্র্য
• বিভিন্ন উৎসব
• বিভিন্ন সাংস্কৃতিক উপাদান
• শিক্ষার্থীদের একাডেমিক ও আবাসিক জীবন
• খেলাধূলা
• নান্দনিক ও ঐতিহাসিক স্থাপনা
• প্রার্থনা/উপাসনা
• সমাজ সেবা
• বিভিন্ন দিবস (যেমন, জাতীয় দিবস, শোক দিবস)
• গণতান্ত্রিক ও সামাজিক আন্দোলন
• ইতিহাস ও ঐতিহ্য
ছবি জমাদানের নিয়মাবলী: ছবির রেজ্যুলুশন দৈর্ঘ্যে সর্বোচ্চ ১৫০০ পিক্সেল এবং প্রস্থে সর্বোচ্চ ১০০০ পিক্সেল। ছবির সফ্টকপি JPEG ফরম্যাট-এ অথবা হার্ডকপি সর্বনিম্ন ৫ ইঞ্চি×৭ ইঞ্চি সাইজ-এ প্রিন্ট করে জমা দিতে হবে। সফ্টকপির ক্ষেত্রে ছবির ফাইলের সর্বোচ্চ সাইজ ২ মেগাবাইট। ছবি নির্বাচিত হলে পরবর্তীতে হাই রেজ্যুলেশন এর RAW/JPEG/TIFF ফাইল অথবা নেগেটিভ জমা দিতে হবে।
একজন প্রতিযোগী যেকোন বিষয়ে সর্বোচ্চ ১০ টি এবং সর্বমোট সর্বোচ্চ ১৫ টি আলোকচিত্র/ফটোগ্রাফ জমা দিতে পারবেন। প্রতিটি ছবিতে ক্যাপশন থাকা বাধ্যতামূলক এবং প্রযোজ্য ক্ষেত্রে ছবির বিবরণ আবশ্যক।
সনাক্তকরণের সুবিধার্থে প্রত্যেক ছবির সফ্টকপি অংশগ্রহণকারীর নাম, ফোন নাম্বার ও ক্যাপশন দিয়ে রিনেইম করে জমা দিতে হবে। যেমন: Ashraf_017XXXXXXXX_Caption । এছাড়া আলাদাভাবে অংশগ্রহণকারীর ক্যাটাগরি (বর্তমান/সাবেক শিক্ষার্থী), নাম, শিক্ষাবর্ষ, বিভাগ/ইন্সটিটিউট ও পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। ছবির হার্ডকপি প্রেরণের সময় খামের উপর অবশ্যই “ঢাকা বিশ্ববিদ্যালয়: শতবর্ষের আলোকচিত্র প্রতিযোগিতা” কথাটি এবং ক্যাটাগরি উল্লেখ করতে হবে।
ছবি জমা দেবার শেষ তারিখ: ০৮ সেপ্টেম্বর, ২০২১ (বাংলাদেশ সময় বিকেল ৫ টা)।
ছবি পাঠানোর ঠিকানা: ইমেইল: du100photography@du.ac.bd অথবা জনসংযোগ দফতর, কক্ষ নং-২০৯, প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
উল্লেখ্য, নির্বাচিত আলোকচিত্র/ফটোগ্রাফ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোন প্রকাশনা বা প্রদর্শনীতে ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে আলোকচিত্রীর নাম উল্লেখ থাকবে। সকল ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।