Bangla Runner

ঢাকা , সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই : শেখ হাসিনা বিতর্ক কী? কেন করবো? বিতর্ক + বিনয় = বড় মানুষ ঢাবি ব্যান্ড সোসাইটি’র এগারো সদস্যের নতুন কমিটি ঢাবি ডিবেটিং সোসাইটির সভাপতি মাসুম, সম্পাদক ফুয়াদ  মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ফুয়াদ, সম্পাদক মেহেদী ফ্রান্সের বিপক্ষে জয় পেয়েও শেষ ষোলোয় উঠতে পারলো না তিউনিশিয়া ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর শেষ ষোলোতে অস্ট্রেলিয়া চট্টগ্রামে নেপাল এয়ারলাইন্সের ফ্লাইটের জরুরি অবতরণ ডিআরইউ’র সভাপতি নোমানি, সম্পাদক সোহেল
Home / প্রতিযোগিতা

লিখতে পারেন আপনিও

নিয়মিত সাহিত্যবিষয়ক লেখা প্রকাশ করছে দূর্বাঘাস

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ Print


নিয়মিত সাহিত্যবিষয়ক লেখা প্রকাশ করে আসছে অনলাইন সাহিত্য সাময়িকী দূর্বাঘাস। অনলাইন ভিত্তিক এই সাহিত্য চর্চা কেন্দ্রে লিখতে পারেন যে কেউ।  ২০২১ সালের ১৩ জুলাই আনুষ্ঠানিক যাত্রার পর থেকেই বেশ সাড়া ফেলেছে এই সাহিত্য ব্লগটি। শাহবুদ্দিন খান বিজয়ের নেতৃত্বে দূর্বাঘাসের সম্পাদনা পরিষদে রয়েছেন মাহবুবুর রহমান, ‘ধ্বংসতত্ত্ব অথবা ইসরাফিলের শিঙা’ বইয়ের লেখক ফাইয়াজ ইফতি, জান্নাতুল ফেরদৌস লাকী এবং লিজা।

সম্পাদক শাহবুদ্দিন খান বিজয় বাংলা রানারকে বলেন, ছোটগল্প, অনুগল্প, স্যাটায়ার বা রম্যগল্প, রহস্য-রোমাঞ্চ গল্প, কবিতা, পর্ব উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিচারণ, ভ্রমণকাহিনী, সাহিত্যিকদের জীবনী, মুক্তগদ্য, মতামত, বুক রিভিউ প্রভৃতি বিষয়ে লেখা প্রকাশ করে যাচ্ছি আমরা। দূর্বাঘাস সকল শ্রেণি, পেশার মানুষের জন্য উন্মুক্ত। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলিয়ে প্রায় অর্ধশতাধিক লেখক এখানে লেখালেখি করে। দূর্বাঘাসের উদ্দেশ্য সফল করতে নিয়মিত লেখা আহ্বান করা হয়েছে। দূর্বাঘাসের ওয়েবসাইট (www.durbaghas.com) থেকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

সাহিত্য ব্লগটির নাম ‘দূর্বাঘাস’ কেন জানতে চাইলে বিজয় জানান, ছোটবেলায় খেলতে গিয়ে টুকটাক কেটে-ছিড়ে যাওয়ার অভিজ্ঞতা আমাদের সবারই আছে। কতবার দূর্বাঘাস থেঁতলে দিয়ে রক্তক্ষরণ বন্ধ করে তৎক্ষনাৎ ঝাঁপিয়ে পড়েছি রঙিন শৈশবের আনন্দ লুটতে। এখনকার নাগরিক টানাপোড়নের যুগে হৃদয়ের রক্তক্ষরণের সাহিত্য ব্যতিত কোনও উপশম আমাদের জানা নেই। তাই অন্তর্জালের অধিবাসীদের হৃদয়ের রক্তক্ষরণ উপশমে আমাদের নৈবেদ্য, ‘দূর্বাঘাস’।

লেখা পাঠানোর নিয়ম: দূর্বাঘাসে দুটি মাধ্যমে লেখা পাঠানো যাবে। সরাসরি ইমেইলের মাধ্যমে লেখা পাঠাতে হবে - writings@durbaghas.com এই ঠিকানায়। তবে এক্ষেত্রে আপনাকে ইমেইলের ভেতরে আপনার নাম, লেখার ধরণ, লেখার শিরোনাম, লেখা এবং আপনার একটি ছবি সংযুক্ত করে দিতে হবে।  এছাড়াও https://durbaghas.com/send-writings লিংকে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে লেখা পাঠানো যাবে। লেখা প্রকাশ সম্পর্কিত নিয়মগুলো সম্পর্কে আরো বিশদ জানতে ভিজিট করুন- https://durbaghas.com/rules ঠিকানায়।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon