Bangla Runner

ঢাকা , সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ | বাংলা

শিরোনাম

বিখ্যাতদের ১০ উক্তি টিআইবির দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চাঁদাবাজ বদল হয়েছে, চাঁদাবাজী সিস্টেমের কোনো বদল আসেনি কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি রম্য বিতর্ক: ‘কুরবানীতে ভাই আমি ছাড়া উপায় নাই!’ সনাতনী বিতর্কের নিয়মকানুন গ্রীষ্ম, বর্ষা না বসন্ত কোন ঋতু সেরা?  বিভিন্ন পত্রিকায় লেখা পাঠানোর ই-মেইল বিশ্বের সবচেয়ে দামি ৫ মসলা Important Quotations from Different Disciplines
Home / মুক্তমত

কান্নার গল্প রেখে গেলেন হাসির বিজ্ঞাপনের মাসুদ আল মাহদী অপু

এম.এস.আই খান
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ Print


67K

হাসির বিজ্ঞাপন বানানো মাসুদ আল মাহদী অপু ভাই আমাদের জন্য একটি কান্নার গল্প রেখে গেলেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্লাস অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে মীর আরশাদ ভাইর সাথে মিলে একটি বিজ্ঞাপন বানিয়েছিলেন। ক্যাম্পাস রাজনীতির তোষামোদি চিত্র ফুটিয়ে তুলেছিলেন এই বিজ্ঞাপনচিত্রটিতে।

অপু ভাইর নামটি শুনলে আমার চোখের সামনে ভাসে কেবল অপরাজেয় বাংলার পাদদেশে তাঁর অগ্নিঝরা একটি ভাষণ! যার প্রতিটি বাক্য ছিল স্ফুলিঙ্গের শব্দে গাঁথা! ক্ষোভে কাঁপছিল মাইক্রোফোন ধরা তাঁর হাত, থুতনি, রৌদ্রের প্রখরতা যেন উগরে যাচ্ছিল তাঁর গলার টান হয়ে যাওয়া রগে। এত দ্রোহ যার কণ্ঠে সে এভাবে নিরবে চলে যাবে মানা যায় না!

অপু ভাই ছিলেন সেই চরিত্র, যেন তার কথাই লিখে গিয়েছিলেন শামসুর রাহমান- ‘বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর / শাণিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।’ মানুষের জন্য মায়া ভরা একটি বুক ছিল তাঁর, আর তাইতো ক্লাসরুমের বাইরেও তিনি মানুষের কথা বলতেন, অধিকারের জন্য লড়তেন।

খোঁচা কালো দাড়ির আর দরদভরা চোখের অপু ভাই হারিয়ে গেলেন, কফি হাউজ কিংবা ক্যাম্পাস রয়ে গেল আগের মতই।

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2024 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon