হাসির বিজ্ঞাপন বানানো মাসুদ আল মাহদী অপু ভাই আমাদের জন্য একটি কান্নার গল্প রেখে গেলেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্লাস অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে মীর আরশাদ ভাইর সাথে মিলে একটি বিজ্ঞাপন বানিয়েছিলেন। ক্যাম্পাস রাজনীতির তোষামোদি চিত্র ফুটিয়ে তুলেছিলেন এই বিজ্ঞাপনচিত্রটিতে।
অপু ভাইর নামটি শুনলে আমার চোখের সামনে ভাসে কেবল অপরাজেয় বাংলার পাদদেশে তাঁর অগ্নিঝরা একটি ভাষণ! যার প্রতিটি বাক্য ছিল স্ফুলিঙ্গের শব্দে গাঁথা! ক্ষোভে কাঁপছিল মাইক্রোফোন ধরা তাঁর হাত, থুতনি, রৌদ্রের প্রখরতা যেন উগরে যাচ্ছিল তাঁর গলার টান হয়ে যাওয়া রগে। এত দ্রোহ যার কণ্ঠে সে এভাবে নিরবে চলে যাবে মানা যায় না!
অপু ভাই ছিলেন সেই চরিত্র, যেন তার কথাই লিখে গিয়েছিলেন শামসুর রাহমান- ‘বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর / শাণিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।’ মানুষের জন্য মায়া ভরা একটি বুক ছিল তাঁর, আর তাইতো ক্লাসরুমের বাইরেও তিনি মানুষের কথা বলতেন, অধিকারের জন্য লড়তেন।
খোঁচা কালো দাড়ির আর দরদভরা চোখের অপু ভাই হারিয়ে গেলেন, কফি হাউজ কিংবা ক্যাম্পাস রয়ে গেল আগের মতই।
আরও পড়ুন আপনার মতামত লিখুন