Bangla Runner

ঢাকা , সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ | বাংলা

শিরোনাম

দালালি করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই : শেখ হাসিনা বিতর্ক কী? কেন করবো? বিতর্ক + বিনয় = বড় মানুষ ঢাবি ব্যান্ড সোসাইটি’র এগারো সদস্যের নতুন কমিটি ঢাবি ডিবেটিং সোসাইটির সভাপতি মাসুম, সম্পাদক ফুয়াদ  মুহসীন হল ডিবেটিং ক্লাবের সভাপতি ফুয়াদ, সম্পাদক মেহেদী ফ্রান্সের বিপক্ষে জয় পেয়েও শেষ ষোলোয় উঠতে পারলো না তিউনিশিয়া ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর শেষ ষোলোতে অস্ট্রেলিয়া চট্টগ্রামে নেপাল এয়ারলাইন্সের ফ্লাইটের জরুরি অবতরণ ডিআরইউ’র সভাপতি নোমানি, সম্পাদক সোহেল
Home / সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় গাছে-গাছে সবুজ পাতার আড়ালে ঝুলছে কমলা

মো. কামরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া
বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ Print


স্বাদে-মানে বেশ সুস্বাদু। এবার প্রথম বারের মতো বাণিজ্যিক ভাবে আবাদ হচ্ছে চায়না-থ্রি-জাতের কমলা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের মো: আলমগীর হোসেন। নিজ উদ্যোগে  ২ বিঘা জমিনে ১৮৫ টি কমলা গাছ রোপন করে বাগান গড়ে তুলেছে। প্রথমবারের মতো তার বাগানে কমলার আশানুরূপ  ফলন হয়েছে। বাগান দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী বাগানে ভীড় করছেন।

কৃষক আলমগীর জানান, ইউটিউবের মাধ্যমে চুয়াডাঙ্গার এক কমলা আবাদের ভিডিও দেখে ওই চাষীর সাথে যোগাযোগ করেন তিনি। পরে ওই বাগান পরিদর্শন করে ওই চাষীর কাছ থেকে পরামর্শ নিয়ে সেখান থেকে চায়না থ্রি-জাতের কমলার চারা নিয়ে তার নিজ এলাকায় কমলা বাগান গড়েন।  বিদেশ থেকে এসে তার চাচার কাছ থেকে ৬৫ শতাংশ জমি লিজ নেন। শুরু করেন কমলার আবাদ। মাত্র দুই বছরের মাথায় তার বাগানে আশানুরূপ কমলার ফলন পেয়ে অনকেটাই খুশি চাষী আলমগীর । 

তিনি  আরো বলেন, আমি ১৮৫ টি চারা এখানে রোপন করেছি। এখন পর্যন্ত ১ হাজার থেকে ১২শ কেজি কমলা বিক্রি করেছি ১৭০ টাকা কেজি দরে। এখন পর্যন্ত বাজারে নিয়ে যেতে হয়নি। দর্শনার্থীরা এসে দেখে বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন। 

স্হানীয় চাষীরা বলেন, এই  এলাকায়  কমলা চাষ করা সম্ভব। আলমগীর মিয়ার বাগানে যে ভাবে কমলার ফলন হয়েছে তাতে আমাদের বিশ্বাস হচ্ছে কমলা চাষ করে সফলতা পাওয়া যাবে। 

মো: মুসা মিয়া নামে আরেক চাষী বলেন, অল্প জায়গাতে কমলার চাষ দেখে মনে হচ্ছেনা এই এলাকা কমলা চাষের জন্য উপযোগী। আমরা কমলার বাগানটি ঘুরে দেখেছি। দেখে আমাদের কাছে খুব ভাল লাগল। আগামীতে আমরাও আমাদের অনাবাদি জমিতে কমলার চাষ করতে আগ্রহ বেড়েছে।

বিজয়নগর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাদিউল ইসলাম বলেন, এই অঞ্চলে কমলার আবাদ বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। এছাড়া কৃষি বিভাগের মাধ্যমে এই কমলার চাষ বৃদ্ধিতে এই অঞ্চলে কমলার আবাদ বৃদ্ধির জন্য প্রর্দশনী দেয়া হবে।

বিআর / রনি

আরও পড়ুন আপনার মতামত লিখুন

© Copyright -Bangla Runner 2021 | All Right Reserved |

Design & Developed By Web Master Shawon