মাকাল ফল, ইংরেজিতে বলে Redball snakegourd. গাছে ধরা অবস্থায় মাকাল ফলের মতো সুন্দর ফল খুব কম দেখা যায়। পাকা মাকাল ফলের সৌন্দর্য যে কাউকে বিমোহিত করে। এটিকে বাইরে থেকে খুবই সুন্দর দেখালেও ভিতরটা খুবই কদর্য ও দুর্গন্ধে ভরা। এ জন্য এটি মানুষের খাওয়ার পক্ষে অনুপযোগী। তবে মাকাল ফল পাখিদের অন্যতম প্রিয় খাবার।
বাংলা বাগধারায় মাকাল ফল একটি বিশেষ উপমা হিসেবে ব্যবহৃত হয়। যে মানুষগুলো দেখতে সুন্দর কিন্তু তাদের দিয়ে কোনো কাজ হয় না, তাদেরই মাকাল ফলের সঙ্গে তুলনা করা হয়ে থাকে। অনেকটা ‘চকচক করলেই সোনা হয় না’ কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ বাইরে সুন্দর, ভিতরে কিছুই নেই।
একসময় গ্রামবাংলার রাস্তার পাশে ঝোপঝাড়ে অনেক মাকালগাছ দেখা যেত। বর্তমানে প্রকৃতি থেকে হারিয়ে যেতে বসেছে লতানো এ উদ্ভিদটি। তবে কালের বিবর্তনে বিলুপ্ত হলেও মাকাল ফলের ন্যায় মানুষে ভরে যাচ্ছে সমাজটা!
আরও পড়ুন আপনার মতামত লিখুন